For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস সভাপতির পদে কি কোনও ইঞ্জিনিয়ার! যুবকের 'দাবি' ঘিরে জল্পনা

সভাপতি হিসেবে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণ করা হলেও, সর্বোচ্চ পদে কে বসবে এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতের প্রাচীনতম এই দলটি।

  • |
Google Oneindia Bengali News

সভাপতি হিসেবে রাহুল গান্ধীর ইস্তফা গ্রহণ করা হলেও, সর্বোচ্চ পদে কে বসবে এখনও ঠিক করে উঠতে পারেনি ভারতের প্রাচীনতম এই দলটি। তবে পুনের ২৮ বছরের এক যুবক ওই পদের জন্য আবেদন করতে চায়। পেশায় সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। গজানন্দ হোসেলে নামে ব্যাঙ্গালোর ভিত্তিক সংস্থায় ম্যানেজারের পদে কাজ করা যুবক ২৩ জুলাই প্রদেশ কংগ্রেস সভাপতি রমেশ বাগওয়ের সঙ্গে দেখা করে নিদের আবেদন পত্র জমা দেবে বলে ঠিক করেছে।

কংগ্রেস সভাপতির পদে কি কোনও ইঞ্জিনিয়ার! যুবকের দাবি ঘিরে জল্পনা

গজানন্দ হোসেলে বলেছেন, রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় সংকটে পড়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে সেই পদের জন্য নিজের আবেদন পত্র পেশ করতে চান তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস পরিবর্তন জরুরি বলে দাবি করেছেন পেশায় ইঞ্জিনিয়ার ওই যুবক। দলের নেতৃত্বে যুব সম্প্রদায়কে প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

এপ্রসঙ্গে গজানন্দ হোসেলে রাহুল গান্ধীর কথাও উল্লেথ করেছেন। রাহুল গান্ধী যুবদের দলের নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, এই পরিস্থিতিতে দলের সভাপতি পদে একজন বয়সে নবীন হলেই চলবে না, চিন্তাভাবনার দিক থেকেও তাঁকে হৃদয়বান হতে হবে। যেহেতু কংগ্রেসে কোনও সভাপতি নেই, সেইজন্য অনেক লোক এখন কংগ্রেস ছেড়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন গজানন্দ।

রাজনীতিতে তাঁর কোনও অভিজ্ঞতা আছে কিনা কিংবা তিনি কোনও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত আছেন কিনা, এপ্রসঙ্গে এই যুবক কোনও উত্তর দিতে পারেনি। তবে তিনি গ্রাম থেকে এসেছেন বলে দাবি করেছেন। একই সঙ্গে গজানন্দ হোসেলে বলেছেন, কংগ্রেসের প্রাথমিক সদস্যও পদও নেই তার। অতীতে তিনি কখনও কোনও দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলেও দাবি করেছেন গজানন্দ। তবে কংগ্রেস সভাপতি পদে আবেদন পাঠানোর আগে প্রাথমিক সদস্যপদের বিষয়টি তিনি সেরে ফেলবেন বলেও জানিয়েছেন।

কেন তিনি দলে সদস্য কিংবা কর্মী হিসেবে যোগ দিচ্ছেন না, এর উত্তরে গজানন্দ বলেছেন, তা করলে সাইডসাইন হয়ে যাওয়ার সম্ভাবনা।

English summary
Pune engineer Gajanand Hosale is planning to submit his application for Congresss president's post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X