For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্টোবরেই ভারতে বাজারজাত হতে পারে করোনার ভ্যাকসিন, আশার আলো দিচ্ছে পুনের সংস্থা

পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছেন, আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি ভ্যাকসিন তৈরি করেন, তাহলে তারা তা তৈরি শুরু করে দেবেন, তাদের সংস্থায়।

  • |
Google Oneindia Bengali News

সারা বিশ্ব করোনার ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টা চলছে ভারতেও। পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানিয়েছেন, আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি ভ্যাকসিন তৈরি করেন, তাহলে তারা তা তৈরি শুরু করে দেবেন, তাদের সংস্থায়। পাশাপাশি এই সংস্থা জানিয়েছেন, যদি মানব দেহের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়, তাহলে অক্টোবরেই ভ্যাকসিন বাজার জাত হতে পারে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির পার্টনার পুনের এসআইআই

অক্সফোর্ড ইউনিভার্সিটির পার্টনার পুনের এসআইআই

করোনার ভ্যাকসিন আবিষ্কারে গবেষণা চালাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। যাদের সাতটি সহযোগী সংস্থার মধ্যে রয়েছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।

মানব দেহের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলেই কাজ শুরু

মানব দেহের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলেই কাজ শুরু

পুনের সংস্থা এসআইআই জানিয়েছে, তাদের অনুমান সেপ্টেম্বর অক্টোবরে ব্রিটেনে করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হবে। তার পরেই সংস্থায় কাজ শুরু হবে। ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে, খুব তাড়াতাড়ি ভ্যাকসিন বাজারজাত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও আদার পুনাওয়ালা।

বৃহস্পতিবার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে অক্সফোর্ডে

বৃহস্পতিবার ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে অক্সফোর্ডে

গত বৃহস্পতিবার অক্সফোর্ডে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। প্রথমে ৮০০ স্বেচ্ছাসেবকের ওপর ওই ট্রায়াল চালানো হবে। এটা হল সারা বিশ্বের মধ্যে ষষ্ঠ ভ্যাকসিন, যার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। যদি সব কিছু সফলভাবে চলতে থাকে তাহলে সেপ্টেম্বর নাগাদ ১০ লক্ষ ভ্যাকসিনের ডোজ তৈরি হয়ে যাবে।

English summary
Pune based SII is ready to begin producing possible vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X