করোনা শনাক্তকরণে এবার এলাইজা টেস্ট! দেশীয় প্রযুক্তিতে পরীক্ষায় বড় সাফল্য দাবি পুনের সংস্থার
করোনা শনাক্তকরণে এবার এলাইজা টেস্ট। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এই এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসে তৈরি করে ফেলেছে। যা কিনা করোনা সংক্রমণ হলে দেহে তৈরি হওয়া অ্যান্টিবডিকে শনাক্ত করবে।
সারা দেশে ১২ মে থেকে আংশিক ট্রেন চলাচল শুরু! টিকিট বুকিং শুরু হবে সোমবার

করোনা শনাক্তকরণ নতুন পদ্ধতিতে
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে এই ধরনের কিট প্রথম তৈরি হল। যা কিনা রোগের ওপর নজরদারিতে সাহায্য করবে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একটি অংশ। বিশ্বের অন্য দেশগুলিতে করোনা ভাইরাসের জন্য এলাইজা টেস্ট করা হয়ে থাকে। কিন্তু কিট বড় সংখ্যায় সংগ্রহ করাটা একটা চ্যালেঞ্জের মতো।

এইচআইভির পথেই শনাক্তকরণ
এইচআইভির শনাক্তকরণে এই এলাইজা টেস্ট করা হয়ে থাকে। যদি কেউ করোনা আক্রান্ত হন, তাহলে রক্তে অ্যান্টিবডি তৈরি হয়। যা শনাক্ত করবে নতুন পদ্ধতি।

বাজারে আসতে আরও একমাস
ইতিমধ্যেই একটি কোম্পানি এর লাইসেন্স পেয়েছে। তবে তা বাজারে আসতে একমাস সময় লেগে যাবে। তবে এই কিট হাতে আসলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড় অস্ত্র হাতে এসে যাবে আইসিএমআর-এর। কত জন রোগাক্রান্ত তা নির্ণয় করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।