For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে ডাঃ আম্বেদকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ফের উত্তাল পুণে

Google Oneindia Bengali News

ফেসবুকে ডাঃ আম্বেদকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ফের উত্তাল পুণে
পুণে, ৯ জুন : আরও একবার প্রতিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল পুণে শহর। ফেসবুকে ডাঃ আম্বেদকরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আক্রোশে ফেটে পড়ে মানুষের একটি ভিড়।

পুণে পুলিশ ওই বিতর্কিত পোস্টটিকে ইতিমধ্যে ফেসবুক থেকে মুছে দিয়েছে। রবিবার এই ফেসবুক পোস্টটি ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। এরই জেরে বিক্ষুব্ধ জনতা, বাস লক্ষ্য করে ইঁট পাথর ছুঁড়তে থাকে।

সূত্রের খবর অনুযায়ী, সিনহাগদ রোজ, দান্ডেকর ব্রিজ, পিম্পরি, কালেওয়াড়ি এবং ভাটনাগরে পুলিশ অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে। সোমবার অর্থাৎ ৯ জুলাই কার্যত বনধের চেহারা নেয় এই সব এলাকাগুলি। সমস্ত দোকানপাটও বন্ধ রাখা হয়েছে।

বাস লক্ষ্য করে ইঁট-পাথর ছুঁড়ে অশান্তি উস্কে দেওয়ায় ৫ যুবককে আটক করেছে পুলিশ

পুণে মহানগর পরিবহণ মহামণ্ডল লিমিটেডের জনসংযোগ আধিকারিক দীপক পরদেশি জানিয়েছেন, কল্যাণীনগর, সিনহাগদ রোডের একাধিক পিএমপিএমএল বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, পিম্পরি, কালেওয়াড়ি এবং ভাটনাগর এলাকার বেশ কিছু বাসও।

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সিনহাগদ রোডে বাস লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ রয়েছে এদির বিরুদ্ধে। পুণে শহরের ১০টি জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া গিয়েছে বলেও পুলিশ জানিয়েছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, ফেসবুক থেকে আম্বেদকরকে নিয়ে করা বিতর্কিত পোস্ট পুলিশ মুছে দিলেও হোয়াটসঅ্যাপে ওই বিতর্কিত বার্তাটি ছড়াতে থাকে। তার জেরেই এই গন্ডগোল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাতে আর কোনও গন্ডগোল না বাধে তার জন্য গুরুতর বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

English summary
Pune again on fire over objectionable Facebook comment on Dr Ambedkar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X