For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামায় জঙ্গি হামলা মোদীজির হাতে পুরস্কার! 'র'-এর প্রাক্তন প্রধান দুলাতের মন্তব্যে চাঞ্চল্য

পুলওয়ামার জঙ্গি হামলা লোকসভা ভোটের আগে বিজেপির হাতে পুরস্কার। এমনটাই মন্তব্য করলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর প্রাক্তন প্রধান এএস দুলাত।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামার জঙ্গি হামলা লোকসভা ভোটের আগে বিজেপির হাতে পুরস্কার। এমনটাই মন্তব্য করলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর প্রাক্তন প্রধান এএস দুলাত। পাকিস্তানে থাকা জঙ্গি ঘাঁটিতে বিমান হানাকে তিনি সমর্থন করলেও জঙ্গি হানা বিজেপিকে সাহায্য করেছে বলে মত তাঁর।

পুলওয়ামায় জঙ্গি হামলা মোদীজির হাতে পুরস্কার! র-এর প্রাক্তন প্রধান দুলাতের মন্তব্যে চাঞ্চল্য

এএস দুলাত বলেছেন, তিনি এটা এর আগেও বলেছেন, বিষয়টি জইশ-এর হাত থেকে বিজেপি কিংবা মোদীজির হাতে পুরস্কার ছিল। নির্বাচনের কারণেই। এটা অনিবার্য ছিল যে কিছু ঘটবে। কিছু করা হবে। সেই জন্য পাকিস্তানের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক সমর্থন যোগ্য। পুলওয়ামায় জঙ্গি হামলা এবং পরবর্তী পর্যায়ে সরকারের পদক্ষেপ সম্পর্কে মন্তব্য জানতে চাওয়ায় উত্তর দেন 'র' -এর প্রাক্তন প্রধান এএস দুলাত।

দুলাত বলেন, জাতীয়তাবাদ ঠিক আছে। কিন্তু বিস্তারিত দেখতে গেলে এটা ভাল নাও হতে পারে। বৃহত্তর ভাবে দেখতে গেলে দেশপ্রেম যা তৈরি হয়েছে, তাতেই যথেষ্ট। জাতীয়তাবাদের ওপর জোর দেওয়া উচিত নয়। কেননা সারা বিশ্বেই দেখা গিয়েছে জাতীয়তাবাদ যুদ্ধের দিকে নিয়ে যায়।

এর আগে নিজের ভাষণে দুলাত শান্তির জন্য জোর দিয়েছিলেন। এপ্রসঙ্গে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কথাও উল্লেখ করেছিলেন। প্রসঙ্গত মসজিদে হামলার পর তিনি আক্রমণকারীকে তারা আমাদের বলেল মন্তব্য করেছিলেন।

দুলাত বলেছেন, আমাদের কথা বলতে হবে। কাশ্মীরিদের সঙ্গে কথা বলতে হবে। শেষ পর্যন্ত কথা বলতে হবে পাকিস্তানের সঙ্গেও। এছাড়াও আর কোনও উপায় নেই।

English summary
Pulwama terror attack was a gift to the BJP ahead of the Lok Sabha election, said Ex RAW chief Dulat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X