For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মঘাতী হামলার খবর পেতেই জঙ্গির গ্রামে শুরু হয় অন্ত্যেষ্টির আয়োজন! কাশ্মীর জুড়ে চাঞ্চল্যকর তথ্য

এক চাঞ্চল্যকর ভিডিওর মাধ্যমে নাশকতার বার্তা দিয়েছিল পাক আশ্রিত জঙ্গি আদি দার। যার উগ্রবাদী হামলার শিকার হয়েছেন দেশের ৪৩ জন বীর সেনা জওয়ান।

  • |
Google Oneindia Bengali News

এক চাঞ্চল্যকর ভিডিওর মাধ্যমে নাশকতার বার্তা দিয়েছিল পাক আশ্রিত জঙ্গি আদি দার। যার উগ্রবাদী হামলার শিকার হয়েছেন দেশের ৪৩ জন বীর সেনা জওয়ান। আর হামলার সুদূর প্রসারী প্রভাবে প্রভাবিত হয়েছে জওয়ানদের শোকস্তব্ধ পরিবার। কাপুরুষোচিত আত্মঘাতী হামলার অন্যতম চক্রী আদিল দারকে নিয়ে কাশ্মীরের আনাচে কানাচে থেকে উঠে আসছে একাধিক তথ্য।

হামলার সঙ্গে সঙ্গেই খবর পৌঁছে যায় গ্রামে?

হামলার সঙ্গে সঙ্গেই খবর পৌঁছে যায় গ্রামে?

জঈশ জঙ্গি আদিল কাশ্মীরের গুন্ডিবাগ গ্রামের ছেলে। পুলওয়ামার অবন্তিপোরা, অর্থাৎ যেখানে জওয়ানদের ওপর হামলা চালানো হয়েছে,সেই জায়গা থেকে আদিলের গ্রাম মাত্র ১০ কিলোমিটার দূরে। সূত্রের দাবি,পুলওয়ামার আত্মঘাতী হামলার খবর উঠে আসতেই তড়িঘড়ি আদিলের গ্রামে তার অন্ত্যেষ্টি ক্রিয়ার আয়োজন শুরু হয়ে যায়।

কেমন ছিল আদিল?

কেমন ছিল আদিল?

কাশ্মীরের বিভিন্ন স্থানীয় সূত্রের খবর, জঙ্গি আদিল দ্বাদশ শ্রেণির পর আর পড়াশোনা করেনি। স্কুলে থেকে ফেল করার পর থেকেই বিপথগামী হতে শুরু করে সে। ধীরে ধীরে তার এক আত্মীয় সাথে আদিলর মেলামেশা বাড়ে। ঘটনাক্রমে সেই আত্মীয়ও একজন জঙ্গি। পরবর্তীকালে সেই জঙ্গি মারা যায় এক এনকাউন্টারে।

[আরও পড়ুন:'লভ, সেক্স অউর ধোকা' এবং প্রতিশোধ , এই ফাঁদেই খতম জঈশ জঙ্গি, জানুন 'এনকাউন্টার'-এর নেপথ্যের ঘটনা][আরও পড়ুন:'লভ, সেক্স অউর ধোকা' এবং প্রতিশোধ , এই ফাঁদেই খতম জঈশ জঙ্গি, জানুন 'এনকাউন্টার'-এর নেপথ্যের ঘটনা]

গতিবিধি নিয়ে সন্দেহ!

গতিবিধি নিয়ে সন্দেহ!

শোনা যায়, ২০১৮ সাল থেকে আদিলকে দেখা গিয়েছে বিভিন্ন জঈশ ও হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গিদের সঙ্গে ঘোরাফেরা করতে। বহু সময়ে এলাকার কিছু লস্কর সদস্যের সঙ্গেও দেখা যায় তাকে। গোয়েন্দাদের কাছে এমনই খবর আসতে শুরু করেছিল আদিল সম্পর্কে।

[আরও পড়ুন:মহিলাঘটিত সম্পর্কে মেতেই সেনার গুলিতে খতম হয় কাশ্মীরের ত্রাস এই কুখ্যাত জঙ্গিরা][আরও পড়ুন:মহিলাঘটিত সম্পর্কে মেতেই সেনার গুলিতে খতম হয় কাশ্মীরের ত্রাস এই কুখ্যাত জঙ্গিরা]

বহুদিন নিখোঁজ ছিল আদিল

বহুদিন নিখোঁজ ছিল আদিল

শোনা যায় ২০১৮ সালের পর থেকে বহুদিন ধরে নিখোঁজ ছিল আদিল দার। ২০ বছরের আদিল জঈশের 'সি' ক্যাটেগোরির জঙ্গি ছিল। কাশ্মীরের 'ফিদায়েঁ' হামলার ক্ষেত্রে আদিল দার তৃতীয় জঙ্গি। এর আগে, ১৭ বছরের আফাক আহমেদ ও ১৬ বছরের ফরদিন আহমেদের বিরুদ্ধে আত্মঘাতী হামলা চালানোর অভিযোগ ছিল।

English summary
Pulwama Attacker suicide bomber Adil dar was a class 11 dropout
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X