For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পালস পোলিও ২০২১: সাফল্য ধরে রেখে কীভাবে এগিয়ে ভারত

  • By
  • |
Google Oneindia Bengali News

২০২১ সালের পালস পোলিও কর্মসূচি শুরু করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পাঁচ বছরের নিচে প্রতিটি শিশু যাতে এই পোলিও টিকা পায় তার জন্য সরকার সর্বদা সচেষ্ট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনীকুমার চৌবের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার ৩১ জানুয়ারি প্রতিবছর জাতীয় পোলিও দিবস হিসেবে পালিত হয়।

পালস পোলিও ২০২১: সাফল্য ধরে রেখে কীভাবে এগিয়ে ভারত

পাঁচ বছরের নিচে সারাদেশে ১৭ কোটি শিশুকে এই টিকা দেওয়া হবে। যাতে সারা দেশকে পোলিও মুক্ত রাখা যায়। সারা দেশে ২৪ লক্ষ স্বেচ্ছাসেবি এবং দেড় লক্ষ সুপারভাইজারের নেতৃত্বে এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। এছাড়া স্বাস্থ্যকমীরা ২কোটি বাড় ঘুরবেন যাতে কেউ এই টিকাগ্রহণ থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এই উপলক্ষ্যে রাষ্ট্রপতি কোবিন্দকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান কীভাবে দেশ পোলিওর বিরুদ্ধে লড়াই চালিয়েছে এবং তিনি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কীভাবে কাজ করেছেন। একসময়ে সারা বিশ্বের ৬০ শতাংশ পোলিও কেস ভারতে হতো। সেখান থেকে বেরিয়ে এসেছে ভারত। সেই কথাও শুনিয়েছেন তিনি।

১৯৯৪ সাল থেকে এই পালস পোলিও টিকাকরণ চলছে। তার আগে বিশ্বের অর্ধেকের বেশি পোলিও কেস ভারতে হতো। এখন গত এক দশক ধরে ভারত পোলিওমুক্ত। এই অবস্থাই ধরে রেখে ভারত এগিয়ে যাবে, সেই লক্ষ্যের কথাই বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

English summary
Pulse Polio 2021: All you need to know about Polio Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X