For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় ধর্ণা পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রীর, ১৩ শ্রমিককে রাজ্যে ফেরানোর দাবি

বিধানসভায় ধর্ণা পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রীর, ১৩ শ্রমিককে রাজ্যে ফেরানোর দাবি

  • |
Google Oneindia Bengali News

বুধবার বিধানসভায় ধর্ণায় বসলেন পুদুচেরির স্বাস্থ্যমন্ত্রী মাল্লারি কৃষ্ণ রাও। রাজ্যে ১৩ শ্রমিকের ফেরা বাতিল হতেই বিধানসভার লবিতে কালো শার্ট ও পায়জামা পরিহিত মাল্লারি ধর্ণায় বসে পড়েন। সূত্রের খবর, বর্তমানে ইয়ানামের ১৩ জন শ্রমিক অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম সীমান্তে আটকে পড়েছেন।

লকডাউনের জেরে তামিলনাড়ুতে ঢুকতে বাধা

লকডাউনের জেরে তামিলনাড়ুতে ঢুকতে বাধা

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মাল্লারি জানিয়েছেন, "হায়দ্রাবাদ, পুতাপার্থী ও উড়িষ্যায় কর্মরত ১৩ শ্রমিককে লকডাউনের বিধি মেনে রাজ্যে ঢুকতে নিষেধ করা হয়। মানবিকতার খাতিরে ওনাদের প্রবেশাধিকার চাইলেও কোনো কর্ণপাত করা হয়নি। আমি চাই ওনাদের রাজ্যে এনে কোয়ারেন্টাইনে রাখা হোক ও ওনাদের নমুনা পরীক্ষা করা হোক।" মঙ্গলবার মাল্লারি পদত্যাগের হুমকি দেওয়ার পরেই তড়িঘড়ি সভা ডাকেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভি নারায়ণাসময়। বৈঠকে শ্রমিকদের কোভিড-১৯ হাসপাতালগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মাল্লারির সংসদীয় ক্ষমতায় হস্তক্ষেপ

মাল্লারির সংসদীয় ক্ষমতায় হস্তক্ষেপ

বৈঠকের সিদ্ধান্ত না মেনে তামিলনাড়ু প্রশাসন শ্রমিকদের প্রবেশাধিকার দেয়নি। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের বোট্যানিকাল গার্ডেনে শ্রমিকদের থাকার বন্দোবস্ত হয় ও তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। অন্যদিকে, মাল্লারি স্পিকার ভি পি সিভাকোলুনথুর সাথে দেখা করে জানান তাঁর সংসদীয় ক্ষমতায় হস্তক্ষেপ করা হয়েছে ও এর মূলে রয়েছেন গভর্নর কিরণ বেদী।

মাল্লারি নিজ দাবিতে অনড়

মাল্লারি নিজ দাবিতে অনড়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার মাল্লারির সাথে দেখা করেন। কিন্তু ওই ১৩ শ্রমিককে রাজ্যে ফেরানোর দাবিতে অনড় স্বাস্থ্যমন্ত্রী ধর্ণা তুলে নিতে অস্বীকার করেন। এরপর লোকসভার সদস্য ভি ভৈথিলিঙ্গম মাল্লারির সাথে দেখা করেন বলে জানা যায়।

English summary
the health minister of Pondicherry seat in dharna, demanded the return of 13 workers to the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X