সোমবার পুদুচেরিতে আস্থা ভোটের নির্দেশ লেফ্টন্যান্ট গর্ভনরের
২২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার পুদুচেরির বুকে শক্তি পরীক্ষা দিতে দেখা যাবে কংগ্রেসকে। এর আগে কংগ্রেসের একাধিক বিধায়কের পদত্যেগের জেরে বিরোধীরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ডাক দেন। সেই প্রসঙ্গেই এবার সেখানে নতুন লেফ্টন্যান্ট গভর্নর হিসাবে যোগ দেওয়া তামিলিসাই সৌন্দরাজন আস্থা ভোটের নির্দেশ দেন।

এদিকে, সোমবার পুদুচেরিতে আস্থা ভোটের নির্দেশের আগে, সেখানের গভর্নরের কাছে মেমোরেন্ডাম পাঠায় এআইএডিমকে ও বিজেপিয ১৪ বিধায়কের স্বাক্ষর সহ সেই মেমোরেন্ডামে মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য দাবি জানানো হয়। এরপরই তামিলিসাই সৌন্দরাজন সোমবার বিকেল ৫ টায় আস্থা ভোটের ডাক দেন পুদুচেরিতে।
এআইএডিএমকে দাবি করছে, সংখ্যাগরিষ্ঠতার বিচারে কংগ্রেস কার্যত ব্যার্থতারদিকে চলে গিয়েছে। নারায়ণস্বামী নিজে মুখ্যমন্ত্রী হিসাবে একটি বড় ব্যর্থতার শিকার হয়েছেন বলে দাবি এআইএডিএমকের। তাঁদেরদাবি কোনও প্রতিশ্রুতি পালই করছেননা পুদুচেরির মুখ্যমন্ত্রী। ফলে আস্থাভোটই একমাত্র কাম্য।