বিধানসভা ভোটে হাড্ডাহাড্ডি লড়াই দেখবে পুদুচেরি! সি ভোটারের জনমত সমীক্ষায় পাল্লা ভারী কার
ভোট যুদ্ধের রুদ্ধশ্বাস লড়াই দেখতে চলেছে সমুদ্রতীরের পুদুচেরি। সেখানে ২০২১ বিধানসভা নির্বাটনে মোট ৩০ আসনের লড়াই। আকারে ছোট এই রাজনৈতিক এলাকায় একদিকে বিজেপি জোট এনডিএ, অন্যদিকে কংগ্রেস ডিএমকের জোট এসডিএ।

সি ভোটারের সমীক্ষা ও পুদুচেরি
সিভোটারের সমীক্ষা বলছে পুদুচেরিতে ৩০ বিধানসভা আসনের ভোটে বিজেপি জোটের এনডিএ জিতবে ১৪ থকে ১৮ টি আসন। আর কংগ্রেস ও ডিএমকে জোটের এসডিএ জিতবে ১২ থেকে ১৬ টি আসন।

ভোট শতাংশ
সমীক্ষার দাবি, পুদুচেরির বুকে বিজেপি শাসিত এনডিএর জোট শতাংশ ৪৪। আর ৪৩ শতাংশ ভোট পাবেন কংগ্রেসের জোট। ফলে সেখানে যে হাড্ডা হাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। অন্যান্যরা ১১ শতাংশ ভোট ও এমএনএম পাচ্ছে ২ শতাংশ। এমনই দাবি সমীক্ষার।

মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে কে?
পুদুচেরিতে ৩৬ শতাংশ ভোট নিয়ে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে পিছিয়ে এন রঙ্গারেড্ডি। অন্যদিকে বর্তমান মুখ্য়মন্ত্রী ভি নারায়ণস্বামীর পক্ষে ২১ শতাংশ ভোট রয়েছে সিভোটারের সমীক্ষায়।

২০১৬ পুদুচেরি ভোট পরিসংখ্যান
এদিকে, ২০১৬ সালে পুদুচেরিতে কংগ্রেস ৩০.৬০ শতাংশ ভোট নিজের দখলে রাখে। ডিএমকে ১৬.৮ শতাংশ ভোটকে সঙ্গে নিয়ে চলে। অন্যদিকে বিজেপির দখলে ২.৪ শতাংশ ভোট ছিল ২০১৬ সালের ভোটে।