মোদী আমলে চলছেই ঋণ খেলাপির ধারা! সংখ্যা দিয়ে চাঞ্চল্যকর তথ্য আরবিআই-এর
মোদী আমলে চলছেই ঋণ খেলাপির ধারা। ৮৮ বড় খেলাপি এখনও পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ১.০৭ কোটি টাকা নিয়েও ফেরত দেয়নি। যা বর্তমানে ব্যাড ডেবট-এ পরিণত হয়েছে। আরটিআই-এ করা আবেদনের প্রেক্ষিতে এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন আরবিআই।

এবারের করা আরটিআই-এ আরবিআই জানিয়েছে, কতজন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি থেকে ৫০০ কোটি টাকার ওপর ঋণ নিয়েছিল এবং সেই ঋণ তারা আর ফেরত দেননি। সংখ্যাটা হল ৮৮। ৮৮ জন ৫০০ কোটি কিংবা তার থেকে বেশি টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের পরিমাণ ১,০৭,৪২৩ কোটি টাকা। অর্থাৎ গত করলে প্রত্যেক ঋণ নেওয়ার ব্যক্তির মাথা পিছু দাঁড়ায় ১২২০ কোটি টাকা।
আরটিআই-এ এও জানতে চাওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে সবথেকে বড় ঋণ নেওয়া ব্যক্তির নাম কী? এর আগে ২০১৪-১৫ সালে দেওয়া নির্দেশিকায় আরবিআই ব্যাঙ্কগুলিকে জানিয়েছিল, খারাপ ঋণ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে।
[ পাকিস্তানি ড্রোন ফের পাঞ্জাবের আকাশে! পাক-সীমান্তের গ্রামবাসীদের চাঞ্চল্যকর দাবি ]
ঋণের ব্যাপারে আরবিআই বেসরকারি ব্যাঙ্কগুলির তথ্য প্রকাশ করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাঙ্ক এক নতুন ফ্রেমওয়ার্ক চালু করেছে। তাতে খারাপ ঋণ নিয়ে খুব তাড়াতাড়ি তথ্য পাওয়া যেতে পারে।
[ ২০১৯ দিওয়ালির আগে পেঁয়াজের পর এবার টমাটোর দামে ছ্যাঁকা! অগ্নিমূল্য সব্জি বাজার ]