For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তর-পূর্বে ভোট-যুদ্ধ! এক কেন্দ্রেই প্রার্থী ৩ দলের ৩ শীর্ষ নেতা

মিজোরামে ৪০ আসনের বিধানসভায় নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সূত্রের খবর অনুযায়ী, শাসক কংগ্রেস, বিরোধী মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং বিজেপি ৪০ টি আসনেই প্রার্থী দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

মিজোরামে ৪০ আসনের বিধানসভায় নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ২১১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। সূত্রের খবর অনুযায়ী, শাসক কংগ্রেস, বিরোধী মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং বিজেপি ৪০ টি আসনেই প্রার্থী দিয়েছে। অন্যদিকে, জোরাম পিপলস মুভমেন্ট ৩৫ টি আসনে প্রার্থী দিয়েছে। তবে মনোনয়ন পত্র জমার সংখ্যার পরিবর্তন হতে পারে বলে সূত্রের খবর।

উত্তর-পূর্বে ভোট-যুদ্ধ! এক কেন্দ্রেই প্রার্থী ৩ দলের ৩ শীর্ষ নেতা

অন্যদিকে, রেভারেন্ড জাইচাওনা হান্দোর জোরামথার (নতুন মিজোরাম) ২৪ আসনে প্রার্থী দিয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও পিপলস রিপ্রেজেন্টেশন ফর আইডেনটিটি অ্যান্ড স্ট্যাটাস অফ মিজোরাম ১৫ টি আসনে প্রার্থী দিয়েছে। ন্যাশনাল পিপলস পার্টি ৯ টি আর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ৫ টি আসনে প্রার্থী দিয়েছে বলে সূত্রের খবর।

মিজোরামে বেশ কিছু প্রার্থী দুটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন, মুখ্যমন্ত্রী লালথানহাওলা। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজের শহর সারচিপ এবং চাম্ফি দক্ষিণ কেন্দ্র থেকে।
জেডপিএম-এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমাও দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরও একটি আসন হল সারচিপ। অপর আসনটি হল আইজল পশ্চিম-১।
পিআরআইএসএম-এর প্রেসিডেন্ট ভানলালরুয়াটাও দাঁড়াচ্ছেন সারচিপ থেকে। তাঁর অপর কেন্দ্রটি হল আইজল উত্তর-১।

নির্বাচন কমিশনের দেওয়ার নির্দেশিকা অনুযায়ী মিজোরামে মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে সোমবার, ১২ নভেম্বর।

English summary
Provisionally 211 Contestants File Nominations For Mizoram Assembly Polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X