For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পথে জেএনইউ, বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে মিছিল পড়ুয়া ও শিক্ষকদের

Google Oneindia Bengali News

৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে আজ নাগরিক মিছিলের আয়োজন করল জেএনইউ-র ছাত্র সংসদ। মিছিলে রয়েছেন ছাত্রসংসদের সদস্য়রা ছাড়াও সাধারণ পড়ুয়া ও অধ্যাপকরা। মিছিল উপলক্ষে কড়া পুলিশ নিরাপত্তা রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান দ্বারের বাইরে। কড়া নিরাপত্তা বিশ্ববিদ্যালয় চত্বরেও।

বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে মিছিল

উপাচার্যের পদত্যাগের দাবিতে ও হামলাকারীদের শাস্তি চেয়ে এই প্রতিবাদ মিছিল জেএনইউ-র ছাত্র সংসদের। এছাড়াও দেশের নানা প্রান্তে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের উপর বারবার যে আঘাত হানা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছে ছাত্রসংসদ। দুপুর ১২টায় মান্ডি হাউসে জমায়েত হয়ে শুরু হয় মিছিল। মানবসম্পদউন্নয়ন মন্ত্রক অবধি মিছিলে হাঁটবেন পড়ুয়ারা, থাকবেন সাধারণ মানুষও।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায় দুষ্কৃতীরা । আক্রান্ত জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম ১৮ ছাত্র-ছাত্রী। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এই হামলায় প্রাথমিকভাবে এবিভিপি-র বিরুদ্ধে অভিযোগ আনে জেএনইউ ছাত্র সংসদ। যদিও এই অভিযোগ অস্বীকার করে এবিভিপি। পরবর্তীতে হিন্দু রক্ষা দল এই হামলার দায় স্বীকার করে। এখনও পর্যন্ত ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। অভিযোগ উঠেছে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও।

এদিকে ঐশী ঘোষ সহ আরও ১৯ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুম ভাঙচুরের ঘটনায় মামলা রুজু করে দিল্লি পুলিশ৷ বুধবার পাল্টা এফআইআর করেন ঐশী ঘোষও। খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ।

English summary
Protests continue in Jawaharlal Nehru University against the January 5 violence
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X