For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানার যুবককে জলজ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় টিকরি বর্ডারের আন্দোলনরত কৃষক

হরিয়ানার যুবককে জলজ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় টিকরি বর্ডারের আন্দোলনরত কৃষক

  • |
Google Oneindia Bengali News

প্রায় ৬ মাসেরও বেশি সময় ধরে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশের সীমান্তে নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিবাদী কৃষকরা। সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা না হলেও নয়া আইন প্রত্যাহার না করা পর্যন্ত কোনোভাবেই কৃষকরা পিছু হটবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমতবস্থায় এবার হরিয়ানার প্রতিবাদী কৃষকদের বিরুদ্ধে মুকেশ নামে এক যুবককে জলজ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল।

হরিয়ানার যুবককে জলজ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ, কাঠগড়ায় টিকরি বর্ডারের আন্দোলনরত কৃষক

সূত্রের খবর, হরিয়ানার বাহাদুরগড়ের বাইপাসের নিকটে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে যোগ দিতে যাওয়া এক ব্যক্তির গায়ে তেল ঢেলে তাঁকে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। ঘটনাস্থল থেকে অভিযুক্তের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলে খবর। এদিকে এর আগেও কৃষক আন্দোলন নিয়ে একাধিকবার বিতর্ক ছড়িয়েছে। উঠেছে শ্লীলতাহানির অভিযোগও।

বর্তমানে পুড়িয়ে মারার ঘটনায় টিকরি বর্ডার থেকে প্রধান অভিযুক্ত কৃষ্ণ নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে বলে খবর। এদিকে ঘটনাক কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন মুকেশের কাসরা গ্রামের বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে দিল্লী-রোহতক রোডে পথ অবরোধও করে তারা। মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া এবং তাঁদের একমাত্র সন্তানের পড়াশোনার সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবিও ওঠে।

বহাল থাকছে হাইকোর্টের রায়, নাতাশাদের জামিন আটকাতে গিয়ে শীর্ষ আদালতে মুখ পুড়ল দিল্লি পুলিশের বহাল থাকছে হাইকোর্টের রায়, নাতাশাদের জামিন আটকাতে গিয়ে শীর্ষ আদালতে মুখ পুড়ল দিল্লি পুলিশের

তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিশেষ তথ্য পাওয়া যাচ্ছে না। ব্যক্তিগত বচসাই এর পিছনে রয়েছে বলে অনুমান। অন্যদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টর। কড়া প্রতিক্রিয়া এসেছে পদ্ম শিবির থেকেও। এদিকে কিছুদিন আগেই কৃষক আন্দোলনে যোগ দিতে যাওয়া এক বাঙালি যুবতীর সঙ্গে শ্লীলতাহানি এবং ধর্ষণ করার অভিযোগ উঠেছিল কয়েকজন আন্দোলনকারীর বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্তের ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে শাস্তির দাবি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী।

English summary
Complaint of burning a young man alive after molestation of a young woman, Peasant movement in the face of question
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X