For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালার পথে যেতে গিয়ে কোচি বিমানবন্দরে বিক্ষোভের মুখে সমাজকর্মী তৃপ্তি দেশাই

কেরলের সবরিমালা মন্দিরে যেতে চেয়ে ভগবানের আপন দেশে এসেছেন সমাজকর্মী তৃপ্তি দেশাই। তবে কোচি বিমানবন্দরেই আটক রইলেন।

  • |
Google Oneindia Bengali News

কেরলের সবরিমালা মন্দিরে যেতে চেয়ে ভগবানের আপন দেশে এসেছেন সমাজকর্মী তৃপ্তি দেশাই। তবে কোচি বিমানবন্দরেই আটক রইলেন। তিনশোর বেশি বিক্ষোভকারী পথ আটকে দাঁড়ান তৃপ্তির। এদিন ভোরে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃপ্তির সঙ্গে পুলিশ আধিকারিকরা কথাও বলেন। তবে তিনি নিজের দাবিতে অনড় ছিলেন।

তৃপ্তির সঙ্গে ছিলেন আরও ছয় মহিলা পূণ্যার্থী। তাঁদের সকলের বয়স ৫০ বছরের নিচে। পুনে থেকে সকাল ৪টে ৪০ মিনিটে তাঁরা কোচিনে এসে নামেন। তবে তাঁকে বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হয়নি। ট্যাক্সি চালকরাও তাদের নিচে যেতে চাননি।

তৃপ্তি জানান, তাঁদের ট্যাক্সি বুক করতে দেওয়া হচ্ছে না। তাদের হুমকি দেওয়া হচ্ছে। দাবি বিক্ষোভকারীরা বিজেপি ও আরএসএসের সমর্থক।

শুক্রবার সন্ধ্যায় মন্দির খুলবে। ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায় আসার পরে এই নিয়ে তৃতীয়বার মন্দির খুলছে। তবে রায় মহিলাদের পক্ষে হলেও ঋতুমতী মহিলাদের ভিড় খুব একটা দেখা যাচ্ছে না প্রতিবাদের ভয়ে। কেউ চাইলেও লর্ড আয়াপ্পার কাছে যেতে পারছেন না।

বিক্ষোভকারীদের দাবি, তৃপ্তি শতাব্দী প্রাচীন নিয়ম ভাঙতে এখানে এসেছেন। বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন। তিনি দেব দর্শনে আসেননি। বিশৃঙ্খলা সৃষ্টি করতে এসেছেন। এদিন বিমানবন্দরের বাইরে ভোর রাতেই তাঁরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

English summary
Protesters block activist Trupti Desai at Kochi Airport to stop Sabarimala pilgrimage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X