চরম অশান্তি দিল্লিতে, আধাসেনাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল বিক্ষোভকারীরা
চরম অশান্ত হয়ে উঠেছে দিল্লি। কারোয়াল নগর এলাকায় আধা সেনাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়তে শুরু করেছে বিক্ষোভকারীরা। ইতিমধ্যে সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৫০। আক্রান্ত হয়েছেন সাংবাদিকরাও। দিল্লির চারটি জায়গায় কার্ফু জারি করা হয়েছে।

আধাসেনাকে লক্ষ্য করে অ্যাসিড
চরম অশান্ত হয়ে উঠেছে দিল্লি কারোয়াল নগর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধা সেনা নামানো হয় সেখানে। কিন্তু আধাসেনাকে পাল্টা অ্যািসড ছুড়ে আক্রমণ করা হচ্ছে পলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি তাতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

কার্ফু জারি
ইতিমধ্যেই আশান্তি রুখতে মৌজপুর, কারোয়াল নগর, চাঁদবাগ, জাফরাবাদে কার্ফু জারি করা হয়েছে। তারসঙ্গে চলছে আধা সেনার টহলদারি। গোটা এলাকায় ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সূর্য নগরের ট্রাফিক। যদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে দিল্লি পুলিস।


১০ জনের মৃত্যু
দিল্লিতে সিএএ বিরোধী হিংসায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে এক পুলিসকর্মীও রয়েছে। পুলিসকর্মীর মৃত্যু গুলিতেই হয়েছে বলে জানা গিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। আগতের সংখ্যা ১৫০ পৌঁছে গিয়েছে। বাহিরাগতরা পরিকল্পিতভাবে হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল।