For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরবিমালা বিক্ষোভে প্রাণ গেল একজনের, তুমুল বিক্ষোভের মাঝে কেরলে চলছে বনধ

কেরলে সবরিমালা মন্দিরের বিক্ষোভ নিয়ে তুলকালাম চলছে কেরলে।

  • |
Google Oneindia Bengali News

কেরলে সবরিমালা মন্দিরের বিক্ষোভ নিয়ে তুলকালাম চলছে কেরলে। বুধবার দুজন মহিলা মন্দিরে ঢুকে পড়লে ফের তুমুল হট্টগোল শুরু হয়। বিশৃঙ্খলার জেরে এক আয়াপ্পা ভক্ত আহত হন। গতকাল রাতেই তিনি মারা গিয়েছেন। ডানপন্থী বেশ কয়েকটি সংগঠনের জোট এরপরই কেরলে ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে।

সরবিমালা বিক্ষোভে প্রাণ গেল একজনের, কেরলে চলছে বনধ

সারা কেরল জুড়ে বিক্ষোভ চলছে। দুজন পঞ্চাশ বছরের কমবয়সী মহিলার সবরিমালা মন্দিরে প্রবেশের পরই তা চরমে উঠেছে। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে। জোর করে দোকান-বাজার বন্ধ করে দেয়। নিহত ব্যক্তির নাম চন্দ্রণ উন্নিথন (৫৫)। বিক্ষোভকারীদের মধ্যে তিনি ছিলেন। তাঁকে পাথর ছোঁড়া হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

এমনকী সাংবাদিকদেরও আক্রমণ করা হয়েছে বলে খবর। সেই হামলায় নাম জড়িয়েছে বিজেপি নেতা-কর্মীদের। এদিনের বনধের ডাক দিয়েছে সবরিমালা কর্ম সমিতি। তাতে সমর্থন দিয়েছে বিজেপি। কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ এই দিনটিকে কালো দিবস হিসাবে দেখছে।

এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, যে দুজন মহিলা সবরিমালা মন্দিরে প্রবেশ করেছেন, তাঁরা ভক্তদের কাছে কোনও বাধা পাননি।

প্রসঙ্গত, সবরিমালা নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করা হলে তা সর্বোচ্চ আদালত খারিজ করে দিয়েছে।

English summary
Protester dies after clashes over Sabarimala, shutdown in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X