For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষিবিলের প্রতিবাদে ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন, উত্তাল কর্নাটক, অবস্থান বিক্ষোভে অমরিন্দর সিং

কৃষিবিলের প্রতিবাদে ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন, উত্তাল কর্নাটক, অবস্থান বিক্ষোভে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

Google Oneindia Bengali News

কৃষি বিলের প্রতিবাদে আজ ফের উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সকালেই দিল্লির ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১৫ থেকে ২০ জন প্রতিবাদী সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁরাই আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। অন্যদিকে কর্নাটকে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়ে চলেছেন কৃষকরা। আজই কৃষিবিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করার কথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের।

ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন

ইন্ডিয়া গেটে ট্রাক্টরে আগুন

কৃষি বিলের প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লি। সোমবার সকালে দিল্লির ইন্ডিয়া গেটে আগুন ধরিয়ে দেওয়া হয় ট্রাক্টরে। ১৫ থেকে ২০ জন প্রতিবাদে সকাল সাতটা থেকে ইন্ডিয়া গেটে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদীরা। তারপরেই তারা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিসের দাবি কংগ্রেসের সমর্থনে স্লোগান দিচ্ছিলেন প্রতিবাদীরা।।

উত্তাল পাঞ্জাব

উত্তাল পাঞ্জাব

কৃষিবিলের প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠেছে পাঞ্জাব। শহিদ ভগত সিংয়ের জন্মদিন উপলক্ষ্যে আন্দোলন আরও জোরদার হবে বলে জানা গিয়েছে। আজই কৃষিবিলের প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। শহিদ ভগত সিংয়ের গ্রামেই অবস্থান বিক্ষোভে বসবেন অমরিন্দর সিং।

 উত্তাল কর্নাটক

উত্তাল কর্নাটক

এদিকে আজ বিজেপি শাসিত কর্নাটকেও শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। কর্নাটক থমকে দেওয়ার হুমকি দিয়েছেন কৃষকরা। সকাল থেকেই একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। পথ অবরোধ করে চলছে বিক্ষোভ। পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাজ্য অচল করার ডাক দিয়েছেন কৃষকরা।

বিরোধীদের আক্রমণ

বিরোধীদের আক্রমণ

বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে কৃষিবিল নিয়ে বোঝানোর কথা বলেছেন তিনি। গতকালই কৃষিবিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

English summary
Protest against farm bill tractor set on fire in India Gate at Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X