For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাক্তারদের ফি বেঁধে দিতে প্রস্তাব পেশ রাজ্যসভায়, ক্ষুব্ধ আইএমএ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ডাকা
নয়াদিল্লি, ২২ অগস্ট: ডাক্তারদের ফি কত হবে, তা এ বার বেঁধে দেওয়ার চেষ্টা শুরু হল। যদি প্রস্তাবটি সংসদে পাশ হয়ে যায়, তা হলে একটি নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা ফি হিসাবে নিতে পারবেন না চিকিৎসকরা। যদিও এমন উদ্যোগে বেজায় চটেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)।

দেশে এখন ডাক্তারদের পারিশ্রমিক নিয়ে কোনও সীমাবদ্ধতা নেই। কোনও ডাক্তার ১০০ টাকায় রোগী দেখেন, কেউ আবার ৫০০ টাকায়, কেউ ১০০০ টাকায়। জরুরি ডাক পেয়ে বাড়িতে রোগী দেখতে গেলে ডাক্তারদের ফি দ্বিগুণ হয়ে যায়। মোটা টাকা ফি দিতে অপারগ হওয়ায় ইচ্ছে থাকলেও ভালো ডাক্তারদের দেখাতে পারেন না গরিব মানুষ। এই ব্যবস্থায় এ বার দাঁড়ি টানতে চলেছে কেন্দ্র।

যদিও ডাক্তারদের পারিশ্রমিক নির্দিষ্ট করে দেওয়ার ক্ষেত্রে প্রথম বিল আনেন কংগ্রেসের রেণুকা চৌধুরী। তিনি বলেছেন, এখন ডাক্তারদের একাংশের লোভ শেষ করে দিচ্ছে রোগীদের। তাই ডাক্তাররা কত টাকা ফি নিতে পারবেন, তা ঠিক হোক তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে। 'রেগুলারাইজেশন অফ ডক্টরস ফিজ প্রোপোজাল' রাজ্যসভায় পেশ করেছেন রেণুকা চৌধুরী। এখন এটি নিয়ে আলোচনা হচ্ছে। বলা হয়েছে, ডাক্তারদের ফি নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবকে নৈতিক সমর্থন দিয়েছে।

এদিকে, এর বিরুদ্ধে তোপ দেগেছে আইএমএ। সংগঠনের সম্পাদক ডা. জয়েশ লেলে বলেন, "কোন পেশাদারের কত ফি হবে, তা ঠিক করা নেই। তা হলে শুধু ডাক্তারদের ওপর কোপ বসানোর চেষ্টা কেন? এই পদক্ষেপ সংবিধান-বিরোধী। যদি সংসদে প্রস্তাব পাশ হয়, আমরা এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব।"

মুম্বইয়ের এক অভিজাত হাসপাতালের ডাক্তার প্রতীত সামদানি বলেন, "ডাক্তার, স্থপতি, চার্টার্ড অ্যাকান্ট্যান্ট, আইনজীবীরা নিজেদের পারিশ্রমিক নিজেরাই ঠিক করেন। এই প্রথা চলে আসছে। তা হলে শুধু ডাক্তারদেরই বাছা হচ্ছে কেন? বাকিরা কেন ছাড় পাবে?"

প্রস্তাবটি পাশ হলে তার বিরোধিতা করে যেমন আদালতের দ্বারস্থ হবে আইএমএ, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

English summary
Proposal in Rajya Sabha to cap consultation charges of doctors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X