For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর মহাযুদ্ধে বিদেশি ‘কোচ’ আনছে কংগ্রেস! মোদীকে হারাতে রণকৌশল বদল রাহুলের

আসন্ন মহাযুদ্ধে নরেন্দ্র মোদীর মতো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে বিদেশি ‘কোচ’ আনার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন মহাযুদ্ধে নরেন্দ্র মোদীর মতো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে বিদেশি 'কোচ' আনার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস। সবকিছু ঠিকঠাক চললে হাভার্ড বিশ্ববিদ্যালয় এক অধ্যাপককে কংগ্রেস তাঁদের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে পারে। মোট কথা, কংগ্রেস কোনও ফাঁক রাখতে চাইছে না ২০১৯-এ নির্বাচনের প্রস্তুতিতে।

২০১৯-এর মহাযুদ্ধে বিদেশি ‘কোচ’ আনছে কংগ্রেস! মোদীকে হারাতে রণকৌশল বদল রাহুলের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী চাইছেন, হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ জার্ডিংকে ২০১৯-এর রণকৌশল তৈরির কাজে লাগাতে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। খবরে প্রকাশ, সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর লন্ডন সফর চলাকালীন স্টিভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রাহুলের লন্ডন সফর থেকেই জল্পনা শুরু হয়েছে কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে স্টিভ জার্ডিংকে আনতে পারে কংগ্রেস। এরপরই দু-পক্ষই প্রাথমিকভাবে সম্মতি প্রদান করেছেন বলেও জানা গিয়েছে। ফলে বিষয়টি চূড়ান্ত রূপ পেতে শুরু করেছে। স্টিভ জার্ডিং-এর প্রতিষ্ঠিত সংস্থা এসজেবি স্ট্র্যাটেজিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে কংগ্রেস চুক্তি করতে পারে। এই চুক্তির পর ২০১৯-এর স্ট্র্যাটেজি ঠিক করতে ভারতে আসতে পারেন জার্ডিং।

জার্ডিংয়ের নির্বাচনী বিশ্লেষক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিনটন, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানা রাজয়, মার্কিন উপরাষ্ট্রপতির রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করঠচেনে স্টিভ জার্ডিং। এবার সেই তালিকায় সংযোজিত হতে চলেছে আরও একটি নাম- রাহুল গান্ধী।

২০১৯-এ মহাযুদ্ধের কংগ্রেসের পরামর্শদাতা হিসেবে নির্দিষ্ট পরিকল্পনা রূপায়ণ করবেন স্টিভ। কংগ্রেস গতবার মাত্র ৪৪টি আসন জিতেছিল। এবার ক্ষমতায় আসতে হলে কংগ্রেসকে ২০০-র কাছাকাছি আসন পেতে হবে। তবেই কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ ক্ষমতায় আসতে পারে। সেই লক্ষ্যে গতবারের জেতা ৪৪টি আসন নিয়ে পৃথক পরিকল্পনা নেওয়া হবে।

এরপর ভিন্ন পরিকল্পনা রচিত হবে ওই ৪৪টি বাদ দিয়ে যে সব আসনে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। এখানেই থেমে থাকবে না পরিকল্পনা। কংগ্রেস শুধু নিজেদের কথাই ভাববে না, ভাববে জোটের কথাও। রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে জার্ডিং কংগ্রেস-জোটের প্রার্থীদের নিয়েও নির্দিষ্ট পরিকল্পনা কষে দেবেন। কংগ্রেসের জোট-কৌশল কী হবে, তার রূপরেখাও তৈরি করে দেবেন এই নির্বাচনী বিশ্লেষক।

[আরও পড়ুন: নতুন গাড়িতে তৃণমূল বিধায়ক! কার টাকায় কেনা, প্রশ্নে দুই উত্তর][আরও পড়ুন: নতুন গাড়িতে তৃণমূল বিধায়ক! কার টাকায় কেনা, প্রশ্নে দুই উত্তর]

এছাড়া কংগ্রেস উত্তরপ্রদেশ নিয়ে যে আলাদা করে ভাবছেন, তাও স্পষ্ট হয়েছে। নয়া রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে জার্ডিংয়ের কাছে উত্তরপ্রদেশের পরিস্থিতিও তুলে ধরা হবে। গো-বলয়ের এই গুরুত্বপূর্ণ রাজ্যে কংগ্রেস কীভাবে জাল বিস্তার করবে, কীভাবে মহাজোটের পথে হেঁটে বিজেপিকে ধরাশায়ী করবে, তাও স্থির করে দেবেন রাজনৈতিক পরামর্শদাতা জার্ডিং।

[আরও পড়ুন: গাঁজার কেস দিতে প্রশাসনকে নির্দেশ অনুব্রত-র! কটাক্ষে রাহুল-সূর্য যা বললেন][আরও পড়ুন: গাঁজার কেস দিতে প্রশাসনকে নির্দেশ অনুব্রত-র! কটাক্ষে রাহুল-সূর্য যা বললেন]

নরেন্দ্র মোদীকে কীভাবে কাউন্টার করা হবে, সরাসরি কংগ্রেস-বিজেপি দ্বৈরথের ক্ষেত্রে কী হবে পরিকল্পনা, জোট-ভরসার ক্ষেত্রে কী হবে পরিকল্পনা- সবই ঠিক করে দেবেন তিনি। এমনও জানা যাচ্ছে যে, জার্ডিং রাজ্য সফরও করতে পারেন। তিনি নিজে রাজ্যওয়াড়ি সমীক্ষা করে রণনীতি স্থির করবেন।

[আরও পড়ুন:তাঁর কোনও বিপদ হলে দায়ী থাকবেন অনুব্রত! আর কী বললেন বিজেপি নেত্রী, ভিডিওতে দেখুন ][আরও পড়ুন:তাঁর কোনও বিপদ হলে দায়ী থাকবেন অনুব্রত! আর কী বললেন বিজেপি নেত্রী, ভিডিওতে দেখুন ]

English summary
Congress president Rahul Gandhi fixes strategy of Loksabha Election 2019 against BJP. Professor of Havourd University can be strategist of Congress in Loksabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X