For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির জোট আলোচনা ব্যর্থ প্রদ্যোৎকিশোরের সঙ্গে, ত্রিপুরায় একলা লড়বে টিপ্রামোথা

টিপ্রাল্যাল্ডের দাবির বিষয়েই মূলত অমিত শাহ ও হিমন্ত বিশ্বশর্মার ডাকে সাড়া দিয়ে দিল্লি ছুটেছিলেন মহারাজা প্রদ্যোৎকিশোর। কিন্তু সেই আলোচনার কোনও ফল হয়নি।

Google Oneindia Bengali News

টিপ্রামোথা সুপ্রিমো একইসঙ্গে তিন পক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন। শুধু বাম-কংগ্রেস বা তৃণমূল নয়, তিনি বিজেপিকেও ল্যাজে খেলানোর চেষ্টা করছিলেন। শেষপর্যন্ত বিজেপির সঙ্গে জোট আলোচনা ফলপ্রসূ হল না। টিপ্রামোথা একলা লড়ার সিদ্ধান্ত নিল।

এর আগে টিপ্রামোথার সঙ্গে জোট সম্ভাবনা ব্যর্থ হওয়ার পর তৃণমূল একলা চলার সিদ্ধান্ত নিয়েছিল। টিপ্রামোথার জন্য বাম-কংগ্রেসও অপেক্ষা করার কথা জানিয়েছিল। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার চেষ্টাও বিফলে গেল। তাঁরাও প্রদ্যোৎকিশোরকে নিজেদের দিকে টানতে পারলেন না।

বিজেপির জোট আলোচনা ব্যর্থ, একলা লড়বে টিপ্রামোথা

বিজেপি ও ত্রিপুরার আঞ্চলিক দলগুলির একটি ফোরাম টিপ্রামোথার মধ্যে জোট আলোচনা ব্যর্থ হওয়ার পর টিপ্রামোথা প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা ঘোষণা করেন. তাঁরা এবার এককভাবে নির্বাচন লড়বেন। তাঁর কথায় আমরা দিল্লি গিয়েছিলাম তাঁদের কথা শুনেছি। কিন্তু আমরা আমাদের দাবির ব্যাপারে কোনও নিশ্চয়তা পাইনি।

টিপ্রাল্যাল্ডের দাবির বিষয়েই মূলত অমিত শাহ ও হিমন্ত বিশ্বশর্মার ডাকে সাড়া দিয়ে দিল্লি ছুটেছিলেন মহারাজা প্রদ্যোৎকিশোর। কিন্তু সেই আলোচনার কোনও ফল হয়নি। ফলে একলা চলার সিদ্ধান্ত নিয়েছেন টিপ্রা সুপ্রিমো। তিনি এক ভিডিও বার্তায় বলেন, আমি বারবার বলেছিল টিপ্রাল্যান্ডের সাংবিধানিক সমাধানের লিখিত আশ্বাস না পেলে আমরা জোটের জন্য আপোশ করব না।

প্রদ্যোৎকিশোর দেববর্মা বলেন, যাঁরা তাঁদের বিরুদ্ধে নির্বাচন লড়বে, তারা টিপ্রাল্যান্ডের বিরুদ্ধে বলেই গণ্য হবে। সুতরাং তিনি এদিন বিজেপির সঙ্গে জোট-আলোচনা ব্যর্থ ও একক লড়াইয়ের কথা ঘোষণা করে একপ্রার ইস্যু খাঁড়া করে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, তিজি বা হারি টিপ্রাল্যান্ডের জন্য লড়াই বলবৎ থাকবে।

২০২০ সালে সিএএ বিরোধী আন্দোলনের পর কংগ্রেস চেড়ে টিপ্রামোথা গঠন করেছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎকিশোর দেববর্মা। ত্রিপুরার উপজাতিদের সমর্থনে তিনি লড়াই জারি রেখে নতুন দল গড়েন। উপজাতি পরিষদের দখলও নেন তিনি। স্বায়ত্বশাসিত জেলা পরিষদ গঠনের পর স্পষ্ট হয়ে যায় উপজাতি এলাকায এখন একচ্ছত্র আধিপত্য তার।

উপজাতি এলাকায় প্রায় ২০টি আসনে টিপ্রার আধিপত্য রয়েছে। এই আসনগুলিতে তাঁরাই ছড়ি ঘোরাবে। এবং এই এক-তৃতীয়াংশ আসনে তারাই নির্ণায়ক। এবং ত্রিপুরায় প্রদ্যোৎকিশোরকে কিং-মেকার করে তুলতে পারে এই আসনগুলি। ফলে তাঁর সঙ্গে জোট করতে সবাই মুখিয়ে ছিল এবার। বাম-কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, এমনকী বিজেপিও। কেননা বিজেপির জোটসঙ্গী আইপিএফটির কোমর ভেঙে দিয়েছে টিপ্রা। ফলে বিজেপি টিপ্রাকে জোটসঙ্গী হিসেবে পেতে মরিয়া হয়ে উঠেছিল।

English summary
Prodyot Kishor Devbarma announces TIPRA will fight alone because discussion with BJP failed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X