For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠিকানা বদলের জেরে বাড়ছে সমস্যা? এবার বাড়ি বসেই আধার কার্ডে যুক্ত করুন নতুন ঠিকানা

ঠিকানা বদলের জেরে বাড়ছে সমস্যা? এবার বাড়ি বসেই আধার কার্ডে যুক্ত করুন নতুন ঠিকানা

  • |
Google Oneindia Bengali News

সরকারি হোক বা বেসরকারি, সমস্ত কাজেই বর্তমানে কার্যত বাধ্যতামূলক হয়ে গিয়েছে আধার কার্ড। এদিকে আধারে ভুল-ক্রুটি বা সংশোধনের অভাবে সমস্যায় পড়তে হয় অনেককেই। এমনকী বাড়ির ঠিকানা বদল হয়ে গেলেও নতুন ঠিকানা আপডেট না থাকার কারণে বেকায়দায় পড়েন অনেক মানুষ। কিন্তু বর্তমানে অনলাইনেই আধার সংশোধনের ব্যবস্থা করেছে সরকার। যার জেরে সহেই কাটিয়ে ওঠা যাচ্ছে এই ধরণের সমস্যা।

অনলাইনেই হয়ে যাবে আধারের ঠিকানা বদল

অনলাইনেই হয়ে যাবে আধারের ঠিকানা বদল

এদিকে অনেক মানুষই নিজ বাড়ি ছেড়ে কাজের প্রয়োজনে থাকেন ভাড়া বাড়িতে। অনেকে আবার পুরনো বাড়ি বিক্রি করে উঠে আসেন নতু জায়গায়। কিন্তু আধার কেন্দ্রে যাওয়ার সময় না হওয়ায় অনেকেই ভুল ঠিকানা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছেন বছরের পর বছর। এবার https://uidai.gov.in/ সাইটে গিয়ে সহজেই করা যাবে ঠিকানা পরিবর্তন।

আধারের সাইটে গিয়ে কী ভাবে করবেন ঠিকানা বদল প্রক্রিয়া ?

আধারের সাইটে গিয়ে কী ভাবে করবেন ঠিকানা বদল প্রক্রিয়া ?

এর জন্য শুরুতেই আধারের অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে 'My Aadhaar' নামে একটি বিকল্প দেখতে পাওয়া যাবে। তার নীচেই থাকবে 'Update Your Aadhaar' নামে আরও একটি বিকল্প। এই অপশনটির মধ্যেই লুকিয়ে আপনার সমসযা সমাধানের সহজ উপায়। 'Update Your Aadhaar' অপশনে ক্লিক করার পর 'Update your address online' বিকল্পটি বেছে নিতে হবে আপনাকে।

আসবে ওটিপি

আসবে ওটিপি

এর পরেই ধরে নিন আপনার প্রায় ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। পরবর্তীতে 'Update your address online' বিকল্পে ক্লিক করার পরই চলে আসবে নতুন একটি পেজ। তারপর 'Proceed to Update Address' অপশনে ক্লিক করলে আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিতে বলা হবে। সেটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবি একটি ওয়াবন টাইম পাসওয়ার্ড বা ওটিপি।

 কী ভাবে করবেন ভেরিফিকেশন প্রক্রিয়া ?

কী ভাবে করবেন ভেরিফিকেশন প্রক্রিয়া ?

ওটিপি দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করলেই বাড়ির যে নতুন ঠিকানা দিতে চাইছেন তা দিতে হবে। ঠিকানা পরিবর্তন করার পর তার স্বপক্ষে ডকুমেন্ট আপলোড করতে হবে বলা হবে। ভোটার আইডি কার্ড, পঞ্চায়েত প্রধান অথবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সম্মতি সংক্রান্ত ডকুমেন্ট ইত্যাদি আপলোড করলেই হয়ে যাবে কাজ। তবে সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি থাকা এই ক্ষেত্রে বিশেষ ভাবে প্রয়োজন। এছাড়াও ১৯৪৭ এই নম্বরে কল করলেও এই বিষয়ে বিশদে জানা সম্ভব।

English summary
Learn how to change address online on Aadhaar card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X