For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামার হামলার পরই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভেসে এল সমর্থন, শুরু তুমুল বিতর্ক

এর আগে ভারত বিরোধিতার অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এবার পুলওয়ামায় হামলার পরও সেই একই চিত্র দেখা গেল।

  • |
Google Oneindia Bengali News

নানা কারণে এর আগে ভারত বিরোধিতার অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও উঠেছে। আর এবার পুলওয়ামায় হামলার পরও সেই একই চিত্র দেখা গেল।

পুলওয়ামার হামলার পরই আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ভেসে এল সমর্থন, শুরু তুমুল বিতর্ক

আলিগড় মুসলিম বিশ্বিদ্যালয়ের গণিতের ছাত্র বলে দাবি করা বাসিম হিলাল টুইটে এই হামলার পর উচ্ছ্বাস প্রকাশ করে। 'হাউ ইজ দ্য জইশ' বলে ব্যঙ্গ করে সে। তারপরই সেই টুইটার হ্যান্ডল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুধু হিলালই নয়, পাকিস্তানপন্থী বেশ কয়েকটি টুইট হ্যান্ডল পুলওয়ামার হামলার পর উৎসবে মেতে ওঠে। এই হামলারে সার্জিক্যাল স্ট্রাইক ২.০ বলে ব্যাখ্যা করা হয়। পাকিস্তান পন্থীরা এই হামলাকে আসল সার্জিক্যাল স্ট্রাইক বলেও আখ্যা দিয়ে ব্যঙ্গ করে। কেউ কেউ এটাকে জইশের ভ্যালেন্টাইন ডে উপহার বলেছে।

[আরও পড়ুন:'এখুনি জঙ্গিদের মদত বন্ধ করো', পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আমেরিকা][আরও পড়ুন:'এখুনি জঙ্গিদের মদত বন্ধ করো', পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিল আমেরিকা]

সবমিলিয়ে পাকিস্তানপন্থীরা ভারতে বসে পুলওয়ামার হামলা নিয়ে উল্লাস প্রকাশ করেছে। এমনকী হামলাকারী আদিল দারকে নায়কের মর্যাদা দিয়ে এই ভারত বিরোধী টুইটার হ্যান্ডলগুলি। ভারতীয়দের রক্ত ঝরিয়ে কাফুর সেনাদের জাহান্নমে পাঠানো হয়েছে বলে উল্লাস প্রকাশ করা হয়েছে।

[আরও পড়ুন:১২ কিমি দূর পর্যন্ত তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পুলওয়ামা হামলার পরে][আরও পড়ুন:১২ কিমি দূর পর্যন্ত তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পুলওয়ামা হামলার পরে]

টুইটারের তরফে অ্যাকাউন্টগুলি ব্লক করা হয়েছে। পাশাপাশি ভারত সরকারের তরফ থেকে কী ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাই দেখার।

[আরও পড়ুন:তিন কিস্তিতে পাকিস্তান একঘরে হবে গোটা বিশ্বে, জানুন কি সেই মোক্ষম রণকৌশল ভারতের ][আরও পড়ুন:তিন কিস্তিতে পাকিস্তান একঘরে হবে গোটা বিশ্বে, জানুন কি সেই মোক্ষম রণকৌশল ভারতের ]

English summary
Pro-Pakistan Twitter handles say How's the Jaish after Kashmir terror attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X