For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা মাতালেন রোড-শো, স্বামী রবার্ট তখন মাকে নিয়ে ইডির প্রশ্নবাণের মুখোমুখি

কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে প্রথম উত্তরপ্রদেশ সফরে লখনউয়ে রোড শো করছেন প্রিয়াঙ্কা গান্ধী। স্বামী রবার্ট ভদরা তখন সোমবার ফের ইডির মুখোমুখি হলেন।

Google Oneindia Bengali News

কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে প্রথম উত্তরপ্রদেশ সফরে লখনউয়ে রোড শো করছেন প্রিয়াঙ্কা গান্ধী। স্বামী রবার্ট ভদরা তখন সোমবার ফের ইডির মুখোমুখি হলেন। এবার রাজস্থানের একটি জমি কেলেঙ্কারিতে ইডি তাঁকে ও তাঁর মৌরিন ভদরাকে তাঁকে তলব করা হয়েছিল। সেইমতো রবার্ট ও মৌরিন ভদরা জয়পুরে ইডি দফতরে হাজিরা দিলেন।

প্রিয়াঙ্কা মাতালেন রোড-শো, স্বামী রবার্ট তখন মাকে নিয়ে ইডির প্রশ্নবাণের মুখোমুখি

১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পরই ৬ ফেব্রুয়ারি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির মুখোমুখি হবেন বলে জানিয়েছিলেন। সেইমতো ৬ ফেব্রুয়ারি তিনি ইডি দফতরে যান। স্ত্রী প্রিয়াঙ্কা সেদিন প্রথমবার রাজনীতিতে পা দিয়ে অফিসে পদার্পণ করেন। নিজে স্বামী রবার্টকে ইডি দফতরে দিয়ে এসে কংগ্রেস দফতরে প্রবেশ করেন।

[আরও পড়ুন: সর্বোচ্চ আদালতে সারদা মামলা! প্রতারিতদের আবেদন খারিজ][আরও পড়ুন: সর্বোচ্চ আদালতে সারদা মামলা! প্রতারিতদের আবেদন খারিজ]

তারপর টানা তিনদিন তাঁকে জেরা করা হয়েছিল। মাঝে দুদিন বাদ দিয়ে তিনি ফের ইডির মুখোমুখি হলেন। ইডি কর্তৃক দায়ের করা লন্ডনে সম্পত্তি কেনা নিয়ে একটি মানি-লন্ডারিং মামলা ছিল রবার্টের বিরুদ্ধে। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ রাজস্থানের বিকানেরে একটি জমি কেলেঙ্কারিতে। লন্ডনের মানি-লন্ডারিংয়ের সঙ্গে বিকানেরে জমি কেলেঙ্কারির লিঙ্ক খুঁজে পেয়েছে ইডি, এমনটাই খবর তদন্তকারী সূত্রে।

[আরও পড়ুন:সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আপিল করে ফের মুখ পুড়ল বিজেপির ][আরও পড়ুন:সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে আপিল করে ফের মুখ পুড়ল বিজেপির ]

লন্ডনের একটি সম্পত্তি ক্রয় নিয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ১২, ব্রায়ানস্টন স্কোয়ারের ওই সম্পত্তির মূল্য ১.৯ মিলিয়ন পাউন্ড, যা ভদরার মালিকানাধীন। তা নিয়েই ইডির প্রশ্নবান তিনদিন ধরে সামলানোর পর এবার রাজস্থানের জমি কেলেঙ্কারির প্রশ্নবাণ তিনি কেমনভাবে সামলান, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: ইউপিএ জমানার নীতি মেনেই হয়েছে রাফালে চুক্তি! ইঙ্গিত শীর্ষ সরকারি আধিকারিকদের ][আরও পড়ুন: ইউপিএ জমানার নীতি মেনেই হয়েছে রাফালে চুক্তি! ইঙ্গিত শীর্ষ সরকারি আধিকারিকদের ]

English summary
Priyanka’s husband Robert Vadra again faces ED in land scam in Bekaner of Rajsthan. His mother also called by ED.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X