For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব গান্ধীর হত্যাকারীদের নিয়ে মুখ খুললেন রাহুল, উঠে এল কিছু চাঞ্চল্য়কর তথ্য

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা রাজীব গান্ধীর মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ২৭ বছর। তবুও তাঁর অকাল প্রয়াণের স্মৃতি আজও দেশবাসীকে শোকস্তব্ধ করে তোলে।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা রাজীব গান্ধীর মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ২৭ বছর। তবুও তাঁর অকাল প্রয়াণের স্মৃতি আজও দেশবাসীকে শোকস্তব্ধ করে তোলে। যে ঘটনা কংগ্রেস কর্মীদের কাছে এক খারাপ অধ্যায় তো বটেই, গান্ধী পরিবারের কাছে এক অসামান্য ক্ষতির নামান্তর।

রাজীবের হত্যাকারীদের নিয়ে মুখ খুললেন রাহুল, উঠে এল কিছু চাঞ্চল্য়কর তথ্য

সিঙ্গাপুরে আইআইএম প্রাক্তনীদের একসভায় , শনিবার আমন্ত্রিত ছিলেন রজীব পুত্র তথা কংগ্রেস সভাপতি রাহুল। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন রাজীব গান্ধীর মৃত্যু প্রসঙ্গটিও ওঠে। সেবিষয়ে, রাহুল জানান যে,রাজীব গান্ধীর সেই মর্মান্তিক মৃত্যুর হত্যাকারীদের তিনি ও তাঁর বোন প্রিয়াঙ্কা ক্ষমা করে দিয়েছেন। রাহুল বলনে, 'আমরা আমাদের বাবার হত্যাকারীদের সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছি। যে কারই হয়ে থাকুক না কেন, আমি কোনও রকমের হিংসা পছন্দ করি না। '

এখানেই শেষ নয়, চাঞ্চল্যকরভাবে রাহুল একধাপ এগিয়ে জানান,' আমরা জানতাম বাবা নিহত হবেন। আমরা জানতাম আমার ঠাকুমা নিহত হবেন,রাজনীতিতে অন্যায় শক্তির সঙ্গে লড়াই করলে ... আপনাকে মৃত্যু বরণ করতে হবে। এটা স্পষ্ট ।' পাশাপাশি তিনি বলেন, রাজনীতিতে এমন কিছু শক্তি রয়েছে যা দেখা যায় না কিন্তু তারা বেশ ক্ষমতাবান। আর সেই শক্তিদের সাথেই লড়াই করতে হয়। বাবা রাজীব গান্ধীকে হারানো প্রসঙ্গে রাহুল জানিয়েছেন,'আমরা খুব হতাশ ছিলাম কয়েক বছর। খুব রাগ হয়েছিল। কিন্তু যে কোনও কারণেই হোক, সম্পূর্ণভাবে...(ক্ষমা করেছি)।' প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৯১ সালের ২১ মে , তামিলনাড়ুতে, তামিল এলটিটিই সদস্যদের হাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর।

English summary
Priyanka and I have forgiven our father's killers says Rahul Gandhi .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X