For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'খারাপ লোক' মোদীকে ঠেকাতে ভোটে লড়তে চেয়েছিলেন প্রিয়াঙ্কা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী ও প্রিয়াঙ্কা
নয়াদিল্লি, ১৪ এপ্রিল: লোকসভা ভোটে বারাণসীতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু শেষ মুহূর্তে দলের অনুমোদন মেলেনি। বলা ভালো, সোনিয়া গান্ধী তাতে আপত্তি তোলেন। আর তাতেই ভেস্তে যায় তাঁর যাবতীয় পরিকল্পনা। কংগ্রেসের অন্দরমহল থেকেই জানা গিয়েছে এই খবর।

কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন প্রিয়াঙ্কা? দলের নেতাদের দাবি, নরেন্দ্র মোদী 'দেশের পক্ষে খারাপ লোক', এটাই মনে করেন প্রিয়াঙ্কা গান্ধী। কারণ তিনি ক্ষমতায় এলে নাকি ধর্মের ভিত্তিতে দেশে হানাহানি শুরু হয়ে যাবে। তাই নরেন্দ্র মোদীকে রুখতে যেচে ভোটে লড়তে চেয়েছিলেন তিনি।

প্রিয়াঙ্কা গান্ধী কি নিশ্চিত ছিলেন যে, তিনি ভোটে দাঁড়ালে জিতবেন? কংগ্রেসের দাবি, এটা নিছক জেতা-হারা নয়। বরং 'ধর্মযুদ্ধ' বলা যায়। যখন কংগ্রেসের তাবড় নেতারা হারের ভয়ে পালিয়ে বাঁচছেন, তখন প্রিয়াঙ্কা গান্ধী হারলেও এই বার্তা যেত যে, কংগ্রেস দেশের কথাই ভাবে। পাশাপাশি, মনোবল হারানো কংগ্রেস কর্মীরা চাঙ্গা হত। আখেরে মজবুত হত দলের সাংগাঠনিক ভিত্তি। প্রিয়াঙ্কা এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেই বিষয়টি নিয়ে দফায় দফায় দীর্ঘ আলোচনা চলে কংগ্রেসে। ফলে বারাণসী আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করতে এতটা বিলম্ব করেছিল। শেষ মুহূর্তে মেয়ের ইচ্ছেয় সিলমোহর দেননি সোনিয়া গান্ধী। সিদ্ধান্ত হয়, স্থানীয় কংগ্রেস নেতা অজয় রাইকে টিকিট দেওয়া হবে।

শেষ মুহূর্তে সোনিয়া গান্ধীর আপত্তিতে ভেস্তে যায় পরিকল্পনা

কংগ্রেসের অন্দরে এখন গুঞ্জন, রাহুল গান্ধীর বদলে প্রিয়াঙ্কাকে প্রত্যক্ষ রাজনীতিতে আনলে দলের লাভ হত। কারণ রাহুল গান্ধী বরাবর রাজনীতিতে আসার বিরোধী ছিলেন। মা সোনিয়া গান্ধীই তাঁকে জোর করে রাজনীতিতে টেনে আনেন। রাহুল যে দলকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারছেন না, এটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। অথচ ছোটো থেকে রাজনীতি নিয়ে অসীম আগ্রহ প্রিয়াঙ্কার। কেউ কেউ তাঁর মধ্যে ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবি লক্ষ করেন। কিছুদিন আগে কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী যেমন বলেছিলেন, "১৯৯০ সালে রাজীব গান্ধী আমাকে বলেছিলেন যে, মেয়ের রাজনীতি নিয়ে আগ্রহ আছে। ছোটো থেকেই রাজনীতির ভাষা উনি বুঝতে চাইতেন।"

বারাণসীতে সরাসরি লড়তে না পারলেও কংগ্রেস প্রার্থী অজয় রাইকে কিন্তু ভোকাল টনিক দিয়েছেন প্রিয়াঙ্কা। খোদ অজয় রাইও স্বীকার করেছেন এ কথা। তিনি বলেন, "প্রিয়াঙ্কাজি নে কহা হ্যায় কি আপ জম কর লড়িয়ে। উনহোনে আপনা পার্সোনাল মোবাইল নম্বর ভি দিয়া অউর কহা হ্যায় কি আপকো জো ভি জরুরত হোগি ওহ আপ তুরন্ত বোলেঁ। ওহ আপকো মুহাইয়া করাই জায়েগি।" অর্থাৎ 'প্রিয়াঙ্কাজি বলেছেন যে, আপনি জমিয়ে লড়াই করুন। উনি ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়েছেন আর বলেছেন, যা দরকার হবে তৎক্ষণাৎ বলবেন। সেটা আপনাকে দেওয়া হবে।"

English summary
Priyanka Gandhi was interested to fight Narendra Modi in Varanasi, but Sonia vetoed it
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X