For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানবন্দরে পরিবারের জন্য বিশেষ সুবিধা চাই না, এসপিজিকে চিঠি প্রিয়াঙ্কা গান্ধী ভদরার

Google Oneindia Bengali News

বিমানবন্দরে পরিবারের জন্য বিশেষ সুবিধা চাই না, এসপিজিকে চিঠি প্রিয়াঙ্কা গান্ধী ভদরার
নয়াদিল্লি, ৩১ মে : বিমানবন্দরে বিশেষ সুবিধা পাওয়ার তালিকা থেকে তাঁর ও তাঁর পরিবারের নাম তুলে নেওয়ার জন্য এসপিজির কাছে চিঠি লিখলেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী। বর্তমানে প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট ভদরা ভিআইপি তালিকায় রয়েছেন। এর ফলে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির থেকে ছাড় দেওয়া হয় তাঁদের। কিন্তু আর পরিবারের জন্য সেই সুবিধা নিতে চান না প্রিয়াঙ্কা। এবার যাতে সেই তালিকা থেকে তাঁদের নাম তুলে নেওয়া হয় তার জন্য রীতিমতো লিখিত আবেদন জানালেন তিনি।

প্রিয়াঙ্কা এসপিজি প্রধান দূর্গাপ্রসাদকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি এবং তাঁর স্বামী এবার থেকে জনসাধারণের মতোই বিমানবন্দরে যাতায়াত করতে চান। সাধরণ মানুষ যে নিরাপত্তা বলয় পেরিয়ে বিমানে সফর করেন সেই একই নিরাপত্তা তল্লাশির সম্মুখীন হয়ে বিমান সফর করতে চাইছেন প্রিয়াঙ্কা।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত প্রিয়াঙ্কার? এসপিজি প্রধানকে লেখা চিঠিতে প্রিয়াঙ্কা জানিয়েছেন যেহেতু কেন্দ্রীয় সরকার আমার স্বামী রবার্ট ভদরার নাম নিরসনের বিষয়টি বিবেচনা করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যখন আমরা সপরিবারে কোথাও যাব তখন আমার বা আমার সন্তানদের বিমানবন্দরের এই বিশেষ সুবিধা নেওয়াটা উচিত হবে।

প্রিয়াঙ্কা চিঠিতে এও জানিয়েছেন বর্তমানে যে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি থেকে ছাড় দিয়ে যে বিশেষ সুবিধা তাঁদের দেওয়া হয় তার জন্য তাঁর বা তাঁর পরিবারের তরফে কোনওরকম অনুরোধ বা আবেদন জানানো হয়নি। এই ধরনের বাড়তি সুবিধা না দেওয়ার জন্য এর আগেও তিনি আবেদন জানিয়েছিলেন।

ওই চিঠিতে স্বামী রবার্ট ভদরার পক্ষ নিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছেন, যখনই তিনি (রবার্ট ভদরা) একা যান, প্রত্যেকবারই বিমানবন্দরে সাধারণের মতো নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়েই যেতে হয়, অথচ পরিবারের সঙ্গে গেলে তিনি এই বিশেষ সুবিধা পান যা ওঁর পক্ষে অত্যন্ত অস্বস্তিকর ও বিব্রতর কারণ।

উল্লেখ্য, গতকাল নয়া অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী অশোক গজপতি রাজু পুসাপতিকে বিমানবন্দরের ভিআইপি তালিকায় বরার্ট ভদরার নাম থাকবে কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "নিরাপত্তা অর্থপূর্ণ হওয়া উচিত, শুধুমাত্র দেখানোর জন্য নয় | স্বরাষ্ট্র মন্ত্রক স্থির করবেন কোনও নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে কি না। তবে আমি কিন্তু রবার্ট ভদরার বিষয়ে কিছু বলছি না।"

English summary
Priyanka Gandhi Vadra writes to SPG for withdrawal airport privileges for family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X