For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিয়াঙ্কা আসায় সুবিধাই হবে, মুচকি হেসে কী অঙ্ক কষছে বিজেপি

উত্তরপ্রদেশ পূর্বে দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। এতদিন শুধু প্রচারের অংশ হলেও এবার সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন সোনিয়া গান্ধীর কন্যা তথা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ পূর্বে দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। এতদিন শুধু প্রচারের অংশ হলেও এবার সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন সোনিয়া গান্ধীর কন্যা তথা রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা। লোকসভা নির্বাচনে এই রাজ্যে তাঁর উপস্থিতি বড় ভূমিকা নিতে পারে বলে অনেকে মনে করছেন। কিছু বিশেষজ্ঞের ধারণা প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশে আখেরে লাভ হবে বিজেপির। তার ফল আগামী নির্বাচনে পাবে গেরুয়া শিবির। রাহুল গান্ধীর এই চালে নরেন্দ্র মোদীর ফের গদিতে ফেরা নিশ্চিত হতে পারে।

কেন এমন মত

কেন এমন মত

কেন এমন বলছেন বিশেষজ্ঞরা? উত্তরপ্রদেশে মোট ৮০টি বিধানসভা আসন। এই আসনগুলির ওপরই নির্ভর করবে বিজেপি ফের ক্ষমতায় আসবে কিনা। ২০১৪ সালে মোদী ঝড়ের কারণে এই রাজ্যে ৭১টি আসন জেতে একা বিজেপি। এনডিএ জোট পায় মোট ৭৩টি আসন।

উত্তরপ্রদেশ সবচেয়ে জরুরি

উত্তরপ্রদেশ সবচেয়ে জরুরি

এবার তাই বিজেপির জেতার জন্য যতটা সাহায্য উত্তরপ্রদেশ থেকে প্রয়োজন, তেমনই বিজেপিকে হারাতে গেলেও বিরোধীদের ঠিক ততটাই সাহায্য প্রয়োজন। অর্থাৎ উত্তরপ্রদেশই ঠিক করতে চলেছে কোন দলের নেতা বসবেন প্রধানমন্ত্রীর তখতে।

[আরও পড়ুন:দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে ][আরও পড়ুন:দেশ পেতে চলেছে প্রথম মহিলা সিবিআই প্রধান! তিনি আবার বাঙালিও বটে ]

প্রিয়াঙ্কার দায়িত্ব

প্রিয়াঙ্কার দায়িত্ব

ঘটনা হল প্রিয়াঙ্কা যে কেন্দ্রগুলির দায়িত্ব নিয়েছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - আমেঠি, আম্বেদকর নগর, অযোধ্যা, আজমগড়, বাহারাইচ, গাজিপুর, গোরক্ষপুর, গোন্ডা, জৌনপুর, মির্জাপুর, সুলতানপুর, বারাণসী ইত্যাদি। এই আসনগুলিতেই প্রচারে জোর দেবেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা আসায় বিজেপির লাভ

প্রিয়াঙ্কা আসায় বিজেপির লাভ

তাহলে কীভাবে বিজেপির জয় সহজ করবেন প্রিয়াঙ্কা? বলা হচ্ছে, প্রিয়াঙ্কার জনপ্রিয়তা অনেক বেশি তপশিলি জাতি, উপজাতি ও পিছিয়ে পড়া মহিলা ও যুব সম্প্রদায়ের মধ্যে। এই অবস্থায় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির ভোটব্যাঙ্কও এই অংশের জনগণই। তাই প্রিয়াঙ্কাকে দেখে তাঁরা কংগ্রেসকে ভোট দিলে তা ভাগাভাগি হয়ে আখেরে লাভ হবে বিজেপিরই।

[আরও পড়ুন:তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের][আরও পড়ুন:তৃণমূল ২০টির বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেবেন, চূড়ান্ত চ্যালেঞ্জ মুকুল রায়ের]

ভোট ভাগাভাগি

ভোট ভাগাভাগি

উত্তরপ্রদেশে সপা-বসপা জোট কংগ্রেসের সঙ্গে না গিয়ে একলা বিজেপির বিরুদ্ধে লড়তে চলেছে লোকসভা ভোটে। তার পাল্টা কংগ্রেস জানিয়েছে, রাহুলের দলও সবকটি আসনে লড়বে। এই অবস্থায় বিজেপির বিরোধীরা এমনিতেই ভোট ভাগাভাগি করে ফেলছেন। তার ওপরে প্রিয়াঙ্কার প্রবেশ বিজেপির আরও সুবিধা করে দিল।

[আরও পড়ুন: 'রাহুল ফেল করেছেন, তাই এন্ট্রি প্রিয়াঙ্কার', কড়া প্রতিক্রিয়া বিজেপির][আরও পড়ুন: 'রাহুল ফেল করেছেন, তাই এন্ট্রি প্রিয়াঙ্কার', কড়া প্রতিক্রিয়া বিজেপির]

English summary
Priyanka Gandhi's entry in politics may eases Modi's return in 2019 Lok Sabha Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X