তেলঙ্গানার গণধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব প্রিয়াঙ্কা গান্ধী
তেলঙ্গানার গণধর্ষণের ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। টুইটে তিনি লিখেছেন, আমাদের মানসিকতার পরিবর্তন করার সময় এসেছে। প্রতিদিন এই ধরনের নারকীয় অত্যাচারের ঘটনা বন্ধ হওয়া দরকার। তার জন্য প্রতিরোধ গড়ে তোলা জরুরি হয়ে উঠেছে।

টুইটে তিনি আরও লিখেছেন, হায়দরাবাদের পশু চিকিৎসক তরুণীর উপর যে নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেছে সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবারই এরকম কোনও ঘটনার পর প্রতিবাদে সরব হন সকলে তারপরে আবার সেই আন্দোলন ধামাচাপা পড়ে যায়। এভাবে চললে হবে না। এর একটা প্রতিকার হওয়া জরুরি বলে দাবি করেছেন তিনি।
হায়দরাবাদের সামসাবাদে নারকীয় নির্যাতনের ঘটনা ঘটেছে। ২৬ বছরের পশু চিকিৎসক তরুণীকে নারকীয় ভাবে গণধর্ষণের পর হত্যা করা হয। তারপর প্রমাণ লোপাটের জন্য তরুণীর দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তর প্রদেশের সম্বলেও একইভাবে ধর্ষণের পর ১৬ বছরের কিশোরীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। এক সপ্তাহ ধরে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। তারপরেই মারা যান কিশোরী।
২৫টির মধ্যে ১৭টিতে পিছিয়ে তৃণমূল, উদ্বেগ কাটাতে অনুব্রত দিলেন কঠোর দাওয়াই