For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ প্রিয়াঙ্কা, কংগ্রেসের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন

ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য তারকা প্রচাকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রকাশিত তালিকায় ৪০ জন শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতার নাম রয়েছে।

Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য তারকা প্রচাকদের তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রকাশিত তালিকায় ৪০ জন শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতার নাম রয়েছে। নাম রয়েছে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়েরও। এছাড়া প্রচারে দেখা যাবে দলের অন্তর্বর্তিকালীন সভানেত্রী সনিয়া গান্ধীকেও। ঝাড়খণ্ডের মোট ৮১টি আসনের মধ্যে ৩১টি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। সেই ৩১টি আসনের জন্য হেভিওয়েট ৪০ জন প্রচারকের নাম ঘোষণা করলেও সেই তালিকা থেকে বাদ পড়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।

শরিক হারিয়ে চাপে কংগ্রেস

শরিক হারিয়ে চাপে কংগ্রেস

৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ হতেই বড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস। লোকসভা ভোটে বিজেপিকে টক্কর দিতে তৈরি হয়েছিল মহাজোট। সেই মহাজোটে কংগ্রেসের সঙ্গে ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল ও জেভিএম(পি)। তবে বিধানসভা ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গিয়েছিল আসন ভগাভাগি নিয়ে জল্পনা। এরই মাঝে জেট শরিক ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) ইউপিএ থেকে বেরিয়ে এসেছে। রাজ্যের ৮১টি আসনে একা লড়ার কথা জানিয়ে দিয়েছেন বাবুলাল মারান্ডি।

রাজ্যে ৩১টি আসনে লড়বে কংগ্রেস

রাজ্যে ৩১টি আসনে লড়বে কংগ্রেস

কংগ্রেস জানিয়েছে ঝাড়খণ্ডের ৮১টি আসনে তারা ৩১টিতে লড়বে। বাকি আসন ছেড়ে দেওয়া হয়েছে লালপ্রসাদের আরজেডি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জন্য। জেএমএম ৪৩টি আসনে প্রার্থী দেবে। ৭টি আসনে প্রার্থী দেবে আরজেডি।

হরিয়ানা ও মহারাষ্ট্রে প্রচারে থাকলেও বাদ প্রিয়াঙ্কা

হরিয়ানা ও মহারাষ্ট্রে প্রচারে থাকলেও বাদ প্রিয়াঙ্কা

এদিকে হরিয়ানা ও মহারাষ্ট্রে সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে তুলনামূলক ভাবে ভালো ফল করেছে কংগ্রেস। সেই নির্বাচনগুলিতে তারকা প্রচারক বলতে ছিলেন প্রিয়াঙ্কা একা। তবে সেই সাফল্যের পর ঝাড়খণ্ডে নির্বাচনের প্রচারের আলো থেকে কেন সরানো হল প্রিয়াঙ্কাকে, তা নিয়ে রাজনৈতিক মহলে ধোয়াশা তৈরি হয়েছে।

English summary
Priyanka Gandhi not included in Congres star campaigners list for jharkhand assembly elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X