For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাণসীবাসীর দৈন্য দশা, করোনা আবহে ফের মোদী-যোগীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর!

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রীর কেন্দ্র বারাণসীতে সাধারণ মানুষ বাড়ি-গয়না বেচে খাবার জোগাড় করছে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আজ বলেন, 'প্রধানমন্ত্রী নিজের কেন্দ্র বারাণসী লকডাউনের জেরে সংকটে রয়েছে। সেখানকার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ প্রয়োজন। আত্মপ্রচার নয়।'

বাড়ি ও গয়না বেচে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে মানুষ

বাড়ি ও গয়না বেচে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে মানুষ

কংগ্রেসের সাধারণ সম্পাদক টুইটে লেখেন, 'শ্রমিকরা নিজেদের বাড়ি ও গয়না বেচে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মাঝারি ও ছোট শিল্পে কয়েকলাখ কর্মসংস্থানের দাবি করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্র বারাণসীতে মানুষ গয়না ও বাড়ি বেচে অন্নের সংস্থান করতে বাধ্য হচ্ছেন।'

লকডাউনের সময় বহু শ্রমিক কর্মহীন

লকডাউনের সময় বহু শ্রমিক কর্মহীন

এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমের লিঙ্কপোস্ট করেন প্রিয়াঙ্কা। তিনি আরও বলেন, 'লকডাউনের সময় বহু শ্রমিক কর্মহীন হয়েছেন। ছোট ব্যবসায়ী ও শিল্পীদের অবস্থা করুণ। এই পরিস্থিতি থেকে ঘুরেদাঁড়াতে গেলে ওই সমস্ত মানুষের আর্থিক সহায়তা প্রয়োজন। প্রচার নয়।'

আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযান

আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযান

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীযোগী আদিত্যনাথের সঙ্গে ভিডিও কনফারেন্সে ‘আত্মনির্ভর উত্তরপ্রদেশ রোজগার অভিযান' নামে একটি প্রকল্প ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের ফলে রাজ্যের কর্মহীন হয়ে পড়া ১.২৫ কোটি পরিযায়ী শ্রমিক লাভবান হবেন বলে দাবি করেছিলেন যোগী আদিত্যনাথ।

এর আগেও যোগীকে আক্রমণ করেছিলেন প্রিয়াঙ্কা

এর আগেও যোগীকে আক্রমণ করেছিলেন প্রিয়াঙ্কা

এর কয়েকদিন আগেই টুইটারে যোগী আক্রমণ করে তিনি লিখেছিলেন, 'যা পদক্ষেপ ওরা নেবে, নিতে পারে। আমি সত্যির হয়ে কথা বলবোই। আমি ইন্দিরা গান্ধীর নাতনি। উত্তরপ্রদেশ সরকার তাই যেভাবে খুশি আমাকে হেনস্থা করতে পারে। আমি চিন্তিত নই।' প্রসঙ্গত, যোগী সরকার তাঁকে একটি নোটিশ জারি করেছিল, তার প্রেক্ষিতে এই আক্রমণ শানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

<strong>ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের</strong>ভারতে উপার্জনের 'রাস্তা' বন্ধ চিনের! বেজিংকে ভাতে মারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

English summary
Priyanka Gandhi lashes out at PM Narendra Modi and Yogi Adityanath amid Coronavirus crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X