For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি সরকার 'ভীরু', জামিয়া বিশ্ববিদ্যালয় ঘটনায় কেন্দ্রেকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কেন্দ্রকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। টুইটে প্রিয়াঙ্কা লেখেন, 'পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পড়ুয়াদের মারধর করছে৷

Google Oneindia Bengali News

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কেন্দ্রকে তোপ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। টুইটে প্রিয়াঙ্কা লেখেন, 'পুলিশ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পড়ুয়াদের মারধর করছে৷ মানুষের কথা যখন সরকারের শোনার কথা ঠিক সেই সময়ে বিজেপি সরকার উত্তরপ্রদেশ, উত্তর-পূর্ব ভারত ও দিল্লিতে পড়ুয়া এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছে৷ এই সরকার ভীরুদের৷'

বিজেপিকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কার

বিজেপিকে হুঁশিয়ারি প্রিয়াঙ্কার

কেন্দ্র সরকার তথা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, যুবশক্তির কণ্ঠ কখনওই রোধ করা যাবে না ৷ সরকার আসলে জনগণের স্বরকে ভয় পাচ্ছে ৷ দেশের যুবদের একনায়কতন্ত্রের মাধ্যমে চুপ করিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে বলেও উল্লেখ করেছেন সোনিয়া কন্যা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা শশী থারুরও ৷

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। দিল্লি পুলিশের বিরুদ্ধে এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সিপিআই সাংসদ ডি রাজা। আদালতে যআওয়ার কথা বলেছেন কংগ্রেস নেতা সালমান খুরশিদও। বেশ কিছু ভাইরাল ভিডিওতে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে পুলিশের মারধরের কিছু দৃশ্য। যদিও সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই উত্তেজনার জেরে সোমবার সন্ধ্যা থেকে প্রগতি ময়দান, দিল্লি গেট, আইটিও এবং আইআইটি মেট্রো স্টেশনের ঢোকা ও বেরোনোর গেট বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি

মঙ্গলবার সুপ্রিমকোর্টে এই মামলার শুনানি

এদিকে আজ এই ঘটনার প্রেক্ষিতে আজ সুপ্রিমকোর্টে দ্বারস্থ হন কংগ্রেস নেতা সালমান খুরশিদ। এই প্রেক্ষিতে শীর্ষ আদালত জানায় যে আগামীকাল, মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে। এদিকে এই ঘটনায় পুলিশি বর্ববরতার কথা অশ্বীকার করে দি্ললি পুলিশের ডিসিপি চিন্ময় বিসওয়াল জানান, পুরোটাই রটনা। ঘটনাস্থানে কোনওরকম গুলি চালানো হয়নি।

জামিয়া ছাত্র ও প্রক্টরের বক্তব্য

জামিয়া ছাত্র ও প্রক্টরের বক্তব্য

এবিষয়ে জামিয়া মিলিয়ার চিফ প্রোক্টর ওয়াসিম আহমেদ খান বলেন, 'অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশ ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছিল।' পড়ুয়াদের দাবি, পুলিশ ক্যাম্পাসের গেট ভেঙে ভিতরে ঢোকে। উপাচার্য নাজমা আখতার জানান, পুলিশ ক্যাম্পাসে প্রবেশে অনুমতি নেয়নি৷ পাশাপাশি এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি এই ঘটনায় মর্মাহত। তিনি ছাত্রদের সঙ্গে রয়েছএন বলেও জানান। জামিয়ার ঘটনার পরই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সহ দিল্লির অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও শুরু হয় বিক্ষোভ৷

CAA এর প্রতিবাদে রণক্ষেত্র লখনউয়ের নদওয়া কলেজ, চলল পাথর ছোঁড়া CAA এর প্রতিবাদে রণক্ষেত্র লখনউয়ের নদওয়া কলেজ, চলল পাথর ছোঁড়া

CAA বিক্ষোভে যোগ দিলেন মহেশ ভাট, মুম্বইয়ে চড়ছে পারদCAA বিক্ষোভে যোগ দিলেন মহেশ ভাট, মুম্বইয়ে চড়ছে পারদ

English summary
priyanka gandhi lashed bjp government saying it is coward in jamia incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X