For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা! প্রচারে ঝড় তুলে নিজেই জানালেন সম্ভাবনার কথা

প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার পরই প্রশ্নটা উঠে পড়েছিল। প্রিয়াঙ্কা গান্ধী কি এবার প্রার্থী হচ্ছেন লোকসভা নির্বাচনে? এখনও তা নিয়ে চর্চা চলছে।

Google Oneindia Bengali News

প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে প্রবেশ করার পরই প্রশ্নটা উঠে পড়েছিল। প্রিয়াঙ্কা গান্ধী কি এবার প্রার্থী হচ্ছেন লোকসভা নির্বাচনে? এখনও তা নিয়ে চর্চা চলছে। আর সেই চর্চার মধ্যেই প্রিয়াঙ্কার কথায় ধরা পড়ল আত্মবিশ্বাস। তিনি তৈরি প্রার্থী হওয়ার জন্য। দল চাইলে তাঁর প্রার্থী হতে কোনও আপত্তি নেই, প্রত্যয়ী ভঙ্গিতেই বললেন রাহুল-অনুজা।

মায়ের কেন্দ্রে প্রিয়াঙ্কা? জল্পনার অবসান

মায়ের কেন্দ্রে প্রিয়াঙ্কা? জল্পনার অবসান

কংগ্রেস সভাপতি দাদা রাহুল তাঁকে সক্রিয় রাজনীতিতে আনার কথা ঘোষণার পর থেকেই কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়। কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ দিয়ে রাহুল উত্তরপ্রদেশের একাংশের দায়িত্ব দেন তাঁকে। তারপরই রটনা শুরু হয়, মায়ের কেন্দ্রে এবার প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা। যদিও সেই জল্পনার অবসান ঘটেছে। এবার রায়বেরিলি থেকে সোনিয়া গান্ধীই লড়তে চলেছেন।

মোদীর কেন্দ্রে? কী বললেন প্রিয়াঙ্কা

মোদীর কেন্দ্রে? কী বললেন প্রিয়াঙ্কা

তারপরই জল্পনা শুরু হয়, বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। তা নিয়ে এখনও শেষ হয়নি চর্চার। এরই মধ্যে প্রিয়াঙ্কা জানালেন, দল চাইলে তিনি প্রার্থী হবেন। আপাতত তিনি মন দিয়ে প্রচার করছেন। কংগ্রেসকে যত বেশি সম্ভব আসনে জেতানোই তাঁর লক্ষ্য।

প্রথম প্রচারেই কামাল প্রিয়াঙ্কার

প্রথম প্রচারেই কামাল প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশে পা দিয়েই ঝড় তুলে দিয়েছেন। প্রথম প্রচারেই তিনি কামাল করেছেন। কর্মীদের নিয়ে কর্মিসভা করছেন। মাত্র দুমাসেই উত্তর প্রদেশে তিনি হাওয়া ঘুরিয়ে দিয়েছেন। ভবিষ্যতে যে তিনি সমস্ত হিসাব উল্টে দিতে পারেন, সেই ঝাঁঝ এখন থেকেই দেখাতে শুরু করেছেন প্রিয়াঙ্কা।

রাহুলের ‘তুরুপের তাস’ প্রিয়াঙ্কা

রাহুলের ‘তুরুপের তাস’ প্রিয়াঙ্কা

রাহুল গান্ধীর হাতে কংগ্রেসের ব্যাটন রয়েছে। তাঁকে সাহায্যের জন্যই বোনকে এবার রাজনীতিতে এনেছেন কংগ্রেস সভাপতি। এখন দেখার দুই ভাই-বোন মিলে কংগ্রেসের সুদিন ফেরাতে পারেন কি না। ২০১৪ সালের নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এবার স্বমহিমায় ফেরার জন্য কোনও ত্রুটিই রাখছেন না রাহুল-প্রিয়াঙ্কা।

English summary
Priyanka Gandhi indicates whether she become candidate of Congress in Lok Sabha Election. The Speculation now growing on after her speech about this,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X