For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অল্প কয়েক জনেরই এই সাহস থাকে, রাহুলের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বললেন প্রিয়াঙ্কা

সভাপতি না এখন কেবলই সাংসদ। গতকালই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একথা লিখে সকলকে একটু চমকেই দিয়েছিলেন রাহুল গান্ধী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তোলপাড়।

Google Oneindia Bengali News

সভাপতি না এখন কেবলই সাংসদ। গতকালই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একথা লিখে সকলকে একটু চমকেই দিয়েছিলেন রাহুল গান্ধী। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল তোলপাড়। কখনও রাহুলের সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেউ, কখনও আবার বিরোধিতা। অনেকে আবার কটাক্ষ করে বলেছেন নাটক। এই নিয়ে টানা পোড়েন চলছিলই। কিন্তু দাদার এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে নিন্দুকদের যোগ্য জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা রাহুলের সিদ্ধান্তকে কুর্নিস জানিয়ে বলেছেন, খুব কম লোকেরই এই সিদ্ধান্ত নেওয়ার এমন মানসিক দৃঢ়তা এবং সাহস থাকে থাকে। দাদার এই সিদ্ধান্তকে তাই সম্মান করেন রাহুল। এমনই টুইটে লিখেছেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় রাহুলের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একটি খোলা চিঠিও লিখেছেন তিনি।

অল্প কয়েক জনেরই এই সাহস থাকে, রাহুলের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বললেন প্রিয়াঙ্কা

লোকসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির দায় মাথায় নিয়েই সভাপতির পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন রাহুল। এতদিন মুখে জানালেও গতকালই আনুষ্ঠানিক ভাবে সেই সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়ায় জানান তিনি। এবং নিজের সোশ্যাস মিডিয়া অ্যাকাউন্ট থেকে সভাপতি শব্দটি সরিয়ে শুধু সাংসদ শব্দটি লেখেন। রাহুলের এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায প্রতিক্রিয়া আসতে শুরু করে। শশী থারুর টুইটে লিখেছেন দলের এই অসময়ে সব নেতাদের একজোট হতে হবে। কর্নাটকের মন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, কংগ্রেস পরিবার ছাড়া শতাব্দী প্রাচীণ কংগ্রেস কিছুতেই একটোজ হয়ে থাকতে পারবে না। একমাত্র গান্ধী পরিবারই কংগ্রেসকে মজবুত করে রাখতে পারে। অন্যদিকে মিলিন্দ দেওরা টুইটে লিখেছেন রাহুলের নীতি, আদর্শ এবং একাগ্রতা নিয়ে কোনও প্রশ্নাই নেই। তবে রাহুলের এই সিদ্ধান্তকে সমম্মান করি। আশা করছি নতুন সভাপতি নির্বচনে যথাযথ পদক্ষেপ করবে দল।

[আরও পড়ুন:ইস্তফার পরদিনই আদালতে রাহুল গান্ধী! RSS সংক্রান্ত মামলায় পেলেন ১৫০০০ টাকার বন্ডে মুক্তি][আরও পড়ুন:ইস্তফার পরদিনই আদালতে রাহুল গান্ধী! RSS সংক্রান্ত মামলায় পেলেন ১৫০০০ টাকার বন্ডে মুক্তি]

একটি চার পাতার চিঠিতে রাহুল কংগ্রেসের কর্যনির্বাহী কমিটিকে উদ্দেশ্য করে লিখেছেন, আশা করি দল নতুন সভাপতিকে দ্রুত নির্বাচন করবেন। রাহুল আগেই জানিয়েছিলেন কোনওভাবেই তিনি নতুন সভাপতির নির্বাচন করবেন না। এমনকী প্রিয়াঙ্কাকেও যে এই পদে বসানো যাবে না সেটা তিনি স্পষ্ট করে দিয়েছিলেন।

[আরও পড়ুন: আহমেদাবাদে রথের রশিতে টান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ][আরও পড়ুন: আহমেদাবাদে রথের রশিতে টান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ]

English summary
Priyanka Gandhi Backs Rahul Gandhi’s Resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X