For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নাওকাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা প্রিয়াঙ্কার, তুললেন অভিযুক্তদের বিজেপি যোগের অভিযোগ

Google Oneindia Bengali News

আজ উন্নাও ধর্ষণকাণ্ডের শিকার হওয়া তরুণীর সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে তিনি বেশ কিছুক্ষণ নির্যাতিতার পরিবারের সঙ্গে সময় ব্যয় করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিনি রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দেন।

উত্তরপ্রদেশ মহিলাদের জন্য সুরক্ষিত নয়

সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, 'মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে অপরাধীদের না কি কোনও জায়গা নেই। তবে সবাই দেখতে পারছে যে রাজ্যের কী হাল বানিয়ে রেখেছন তিনি। রাজ্যের এমন পরিস্থিতি হয়েছে যেখানে কোনও মহিলাই এখন আর সুরক্ষিত নেই।'

'অভিযুক্ত যুবকদের সঙ্গে বিজেপি যোগ রয়েছে'

এদিকে অভিযুক্ত যুবকদের সঙ্গে বিজেপি যোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, 'নির্যাতিতার পুরো পরিবারকেই গত এক বছর ধরে অনেক কিছু সইতে হয়েছে। আমি শুনেছি যে এই ঘটনায় অভিযুক্তের বিজেপির সঙ্গে যোগ রয়েছে। এই কারণেই তাদের আড়াল করার চেষ্টা চলছে। এই রাজ্যে অপকাধীদের মনে কোনও ভয় নেই।'

'প্রিয়াঙ্কা গান্ধী আমাদের হয়ে লড়বেন'

প্রিয়াঙ্কা গান্ধী চলে যাওয়ার পর নির্যাতিতার আত্মীয়া সাংবাদিকদের বলেন, 'প্রিয়াঙ্কা গান্ধী আমাদের সঙ্গে কথা বলেন। তিনি আমাদের বলেন যে তিনি ন্যায়বিচারের জন্য আমাদের হয়ে লড়বেন। আমাদের একমাত্র দাবি হল যে অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। তাহলেই ওর আত্মা শান্তি পাবে।'

ধরনায় অখিলেশ

ধরনায় অখিলেশ

এদিকে উন্নাও কাণ্ডের প্রতিবাদে উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে ধরনায় বসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সাংবাদিকদের তিনি বলেন, 'এই ঘটনাটি অত্যন্ত লজ্জার। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এটা গণতন্ত্রের একটি কালো দিন। রাজ্যে বিজেপি সরকারের সময় এই ঘটনা অবশ্য এটাই প্রথম না। এরকম ঘটেই চলেছে হর হমেশা। বিধানসভায় আমাদের মুখ্যমন্ত্রী বলেন অপরাধীও ঠোক দিয়া যায়গা। কিন্তু আমাদের মেয়েকে বাঁচাতে অসমর্থ এই সরকার।'

যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি

এরপর তিনি অভিযোগ সরাকরকে তোপ দেগে বলেন, যত দিন যোগী আদিত্যনাথ এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবে, ততদিন এই রাজ্যে এরকমই চলবে। আমরা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র সচিপ ও ডিজিপির পদত্যআগের দাবি জানাচ্ছি। আমরা আগামীকাল উন্নাও কাণ্ডের প্রতিবাদে এক শোকসভা করব।

English summary
priyanka gandhi accused that there is bjp link among the perpetrators in unnao case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X