For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত প্রিয়, স্যোশাল মিডিয়ায় শোকপ্রকাশে নিরুত্তাপ তাবড় কংগ্রেস নেতারা

প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে কংগ্রেসের বহু তাবড় নেতাকেই স্যোশাল মিডিয়ায় সামান্য শোকজ্ঞাপন করতেও দেখা গেল না।

  • |
Google Oneindia Bengali News

একসময়ের তাবড় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে সারা দেশের সমস্ত রাজনৈতিক মহল থেকে শোকবার্তা উপচে পড়েছে। দলমত নির্বিশেষে সকলেই সংবাদমাধ্যমে হোক অথবা স্যোশাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন।

প্রয়াত প্রিয়, স্যোশাল মিডিয়ায় নিরুত্তাপ তাবড় কংগ্রেস নেতারা

কংগ্রেসের তরফেও সভানেত্রী সনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধী প্রিয় নেতার প্রয়াণে সমবেদনা জানিয়েছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকজ্ঞাপন করে টুইট করেছেন। অথচ কংগ্রেসের বহু তাবড় নেতাকেই স্যোশাল মিডিয়ায় সামান্য শোকজ্ঞাপন করতেও দেখা গেল না।

দিগ্বিজয় সিং থেকে শুরু করে কপিল সিব্বল, অজয় মাকেন থেকে শুরু করে সঞ্জয় ঝা, কাউকেই প্রিয়রঞ্জনের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইটারে বার্তা দিতে দেখা যায়নি। অনেকে টিভির সামনে মুখ খুললেও ব্যক্তিগতভাবে স্যোশাল মিডিয়ায় শোকবার্তা দেননি।

এমনকী পি চিদাম্বরম, মনমোহন সিংকেও স্যোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করতে দেখা যায়নি। সনিয়া গান্ধীর নিজের অ্যাকাউন্ট নেই। তবে সাংবাদিকদের তিনি প্রিয়রঞ্জন সম্পর্কে বার্তা দিয়েছেন। রাহুল গান্ধীও নিজের সরকারি টুইটার অ্যাকাউন্টে শোকবার্তা জানিয়েছেন।

English summary
Priya Ranjan Dasmunsi demise, Congress leaders not active in twitter to pay condolances
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X