For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসরকারিকরণ হলেও ছাপ পড়বে না কর্মীদের বেতন-পেনশনে, ব্যাঙ্ক ধর্মঘটের মাঝেই বার্তা অর্থমন্ত্রীর

বেসরকারিকরণ হলেও ছাপ পড়বে না কর্মীদের বেতন-পেনশনে, ব্যাঙ্ক ধর্মঘটের মাঝেই বার্তা অর্থমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক ধর্মঘটের দ্বিতীয় ইতিমধ্যেই দীর্ঘায়িত আন্দোলনের হুঙ্কার দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। সরকার বেসরকারিকরণের রাস্তা থেকে না সরলে আগামীতে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নেমেছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। ধর্মঘট হচ্ছে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন বা ইউএফবিইউ-এর ছাতার তলায়। এমতাবস্থায় এবার ব্যাঙ্ক কর্মীদের আশ্বস্ত করে নয়া বার্তা দিতে দেখা গেল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। যা নিয়ে ফের আশা-আশঙ্কার দোলাচল তৈরি হয়েছে ব্যাঙ্কিং সেক্টরে।

বেসরকারিকরণ হলেও ছাপ পড়বে না কর্মীদের বেতন-পেনশনে, ব্যাঙ্ক ধর্মঘটের মাঝেই বার্তা অর্থমন্ত্রীর

এই প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামান বলেছেন, বেসরকারীকরণ হলেও ব্যঙ্ক কর্মীদের স্বার্থে কোনোরকম আঘাত আসবে না। এমনকী তাদের বেতনেও কোনও ছাপ পড়বে না। প্রভাব পড়বে না পেনশনেও। অর্থমন্ত্রী এ দিন আরও আশ্বাস দিয়ে বলেছেন, 'কখনওই সমস্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে না। যে ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ হবে সেখানে কর্মীদের স্বার্থ সম্পূর্ণ ভাবে রক্ষা করা হবে। তাঁর কথায়, 'দেশের আর্থিক লক্ষ্য পূরণে আমরা ব্যাঙ্কগুলিকে এই খাতে পাশে পেতে চাই। তবে কর্মীদের জীবন সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’।

দু’দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটে ইতিমধ্যে প্রভাবিত নগদ লেনদেন এবং এটিএম পরিষেবা। এদিকে ব্যাঙ্ক ইউনিয়ন গুলির অভিযোগ, কিছুদিন আগেই পেশ করা বাজেটে কয়েকটি ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ঠিক কোন ব্যাঙ্কগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, সেগুলির নাম জানানো হয়নি। আর এখানেই বাড়ছে ধোঁয়াশা। এমনকী ধর্মঘটীদের এও বক্তব্য এই বেসরকারিকরণে আদপে সঞ্চিত অর্থে আর কোনও গ্যারান্টি থাকবে না।

রাতে পাউচ খাওয়ার এফেক্ট সারাদিন থাকে, খোঁচা কল্যাণের, পাল্টা রক্ত পরীক্ষার চ্যালেঞ্জ শুভেন্দুররাতে পাউচ খাওয়ার এফেক্ট সারাদিন থাকে, খোঁচা কল্যাণের, পাল্টা রক্ত পরীক্ষার চ্যালেঞ্জ শুভেন্দুর

English summary
Privatization will not affect workers' salaries and pensions, says finance minister amid bank strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X