For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিজেপি ! ঘুষ কেলেঙ্কারিতে ৩ মন্ত্রীর সচিবকে ঘিরে তদন্তের নির্দেশ

সংবাদ মাধ্যম এবিপি নিউজের এক স্টিং অপরেশনের জালে বিজেপি শাসিত উত্তর প্রদেশের ৩ মন্ত্রীর ব্যক্তিগত সচিব। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘুষ নেওয়ার।

  • |
Google Oneindia Bengali News

সংবাদ মাধ্যম এবিপি নিউজের এক স্টিং অপরেশনের জালে বিজেপি শাসিত উত্তর প্রদেশের ৩ মন্ত্রীর ব্যক্তিগত সচিব। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘুষ নেওয়ার। আর গোটা ঘটনা এবিপি নিউজের স্টিং অপরেশনের গোপন ক্যামেরায় বন্দি হয়েছে। সেই খবর সামনে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে গোবলয়ের রাজনীতিতে।

ফের নারদাকাণ্ডের ছায়া ! ঘুষ কেলেঙ্কারিতে ৩ মন্ত্রীর সচিবকে ঘিরে তদন্তের নির্দেশ যোগী গড়ে

লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের খণিজ বিষয়ক মন্ত্রী অর্চনা পাণ্ডে, পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়ন মন্ত্রী এম প্রকাশ রাজভর ও উত্তর প্রদেশের শিক্ষামন্ত্রী সন্দীপ সিং-এর ব্যক্তিগত সচিবরা ঘুষ নিতে গিয়ে গোপন ক্যামেরায় বন্দি হয়ে যান। এঁদের মধ্যে উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব সন্দীপ সিং কে দেখা গিয়েছে 'উপযুক্ত টাকার ভাগ' নিয়ে আলোচনা করতে। উত্তরপ্রদেশের স্কুলের পাঠ্য বইয়ের বিনিময়ে তাঁর ঘুষ কেলেঙ্কারির বিষয়টি উঠে আসে।

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিজেপি ! ঘুষ কেলেঙ্কারিতে ৩ মন্ত্রীর সচিবকে ঘিরে তদন্তের নির্দেশ

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিজেপি ! ঘুষ কেলেঙ্কারিতে ৩ মন্ত্রীর সচিবকে ঘিরে তদন্তের নির্দেশ

২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিপাকে বিজেপি ! ঘুষ কেলেঙ্কারিতে ৩ মন্ত্রীর সচিবকে ঘিরে তদন্তের নির্দেশ

অন্যদিকে, খণিজ বিষয়ক মন্ত্রী অর্চনা পাণ্ডের সচিব এস পি ত্রিপাঠীকে দেখা যায় খণির কন্ট্র্যাক্ট সম্পর্কে সাহারণপুর নিয়ে কথা বলতে। এদিকে, এই স্টিং অপরেশনের ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত অস্বস্তিতে পড়েছে উত্তর প্রদেশের বিজেপি শাসিত যোগী প্রশাসন। কড়া ব্যবস্থার পথে হাঁটা হবে বলেও জানিয়েছে উত্তরপ্রদেশের প্রশাসন। বিজেপির তরফেও ঘটনার নিন্দা করা হয়েছে। এদিকে, বিরোধী শিবির সপার তরফে ওই ৩ মন্ত্রীর ইস্তফা দাবী করা হয়েছে।

(ওয়ান ইন্ডিয়া এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি)

English summary
Private secretaries of 3 UP Ministers 'caught' on camera, probe ordered.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X