For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য শেষ, খনি উত্তোলনে এবার নামবে বেসরকারি সংস্থাও! বড় ঘোষণা কেন্দ্রের

Google Oneindia Bengali News

এবার থেকে বেসরকারি সংস্থাও খনি থেকে কয়লা উত্তোলন করতে পারবে। আত্মনির্ভর ভারত অভিযানে ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে আজ চতুর্থ দফার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি কয়লা পরিবহণের পরিকাঠামো তৈরিতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান তিনি।

এদিন আটটি খাতে ঘোষণা করেন অর্থমন্ত্রী

এদিন আটটি খাতে ঘোষণা করেন অর্থমন্ত্রী

এদিন কয়লা, খনিজ, প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত, বিমানবন্দর, পারমাণবিক শক্তি সহ মোট আটটি খাতে সংস্কার আনার কথা বলেন অর্থমন্ত্রী। সেখানেই বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনে অনুমোদন দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।

কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য শেষ

কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য শেষ

নির্মলা সীতারমন বলেন, 'এতদিন কয়লা ক্ষেত্রে সরকারের একাধিপত্য ছিল। এবার তা সরানো হল। কোলবেড নিলাম করা হবে। নিলামের মাধ্যমেই কোলবেডে নিষ্কাশনের কাজ চলবে। এর পাশাপাশি কয়লা খননের পর তা সরিয়ে নেওয়ার জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করা হবে। এই পরিকাঠামো তৈরিতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার।'

খনন নিয়ে আরও ঘোষণা করেন অর্থমন্ত্রী

খনন নিয়ে আরও ঘোষণা করেন অর্থমন্ত্রী

পাশাপাশি খনিজ ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। এর মানে এবার থেকে উত্তোলন ও উৎপাদন একই সংস্থাকে বরাত দেওয়া যাবে। তাছাড়া কয়লা ও বক্সাইটের খনি একসঙ্গে নিলামে কিনতে পারবেন ইচ্ছুক সংস্থা। দেশে পর্যাপ্ত পরিমাাণে কয়লা মজুত রাখার জন্য়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিলামে উঠবে ৫০০ খনি

নিলামে উঠবে ৫০০ খনি

অর্থমন্ত্রী আরও বলেন, '৫০০ খনি নিলামে উঠবে। এক্ষেত্রে বক্সাইট ও কয়লা খনিগুলিকে একসঙ্গে নিলামে তোলা হবে । এই সমস্ত কার্যকলাপকে আলাদা আলাদাভাবে না করে এক ছাতার তলায় আনা হচ্ছে । এতে এই ক্ষেত্রের আরও উন্নতি ঘটবে।'

English summary
private companies will be given permission to extract coal said nirmala sitharaman during covid 19 stimulus announcement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X