For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত

পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার চাঁদিপুর থেকে এর উৎক্ষেপণ করা হয়েছে। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্র আকাশে উৎক্ষেপণ হয়।

  • |
Google Oneindia Bengali News

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিুতে তৈরি পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। ওড়িশার চাঁদিপুর থেকে এর উৎক্ষেপণ করা হয়েছে। এদিন সকাল ৯টা ৫০ মিনিটে ক্ষেপণাস্ত্র আকাশে উৎক্ষেপণ হয়। ৩৫০ কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এটি।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ৫০০ থেকে ১ হাজার কিলোগ্রাম ওজন বহন করতে সক্ষম। নিপুণ দক্ষতায় লক্ষ্যবস্তুকে আঘাত করতে এর জুড়ি নেই। এই পৃথ্বী ২ মিসাইলে রয়েছে তরল জ্বালানি চালিত ২টি ইঞ্জিন।

পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত

পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্রর সফল উৎক্ষেপণের পুরোটাই দায়িত্ব নিয়ে করেছে বিশেষভাবে তৈরি 'স্ট্র্যাটেজিক ফোর্স কম্যান্ড'। এবং তা পর্যবেক্ষণ করেছে 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' বা ডিআরডিও-র বিজ্ঞানীরা। মিসাইলের গতিপথ ডিআরডিও রাডার, ইলেক্ট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম ও টেলিমেট্রি স্টেশনের মারফত পর্যবেক্ষণ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২১ নভেম্বর দুটি পৃথ্বী ২ ক্ষেপণাস্ত্র ওড়িশার চাঁদিপুর থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল। ২০০৩ সালে এই ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীর হাতে আসে। ডিআরডিও-র বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন।

English summary
Prithvi-II missile successfully test-fired from Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X