For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বঘোষিত মুঘল বংশধর কাশ্মীরের শান্তি দূত হতে চান, বার্তা পাঠালেন রাষ্ট্রপতিকে

নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলেই দাবি করেন ইয়াকুব হাবিবুদ্দিন।

Google Oneindia Bengali News

নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলেই দাবি করেন ইয়াকুব হাবিবুদ্দিন। তিনি নিজে শান্তিরদূত হিসেবে কাশ্মীরে যেতে চান। এমনই প্রস্তাব রাষ্ট্রপতিকে দিয়েছেন ইয়াকুব। তাঁর দাবি ৩৭০ ধাকা বিলোপের পর কাশ্মীরের যে পরিস্থিতি রয়েছে তিনি শান্তির দূত হিসেবে সেখানে গেলে উত্তেজনা অনেকটাই কমবে। সেখানকার বাসিন্দারাও অনেকটা ভরসা পাবেন।

স্বঘোষিত মুঘল বংশধর কাশ্মীরের শান্তি দূত হতে চান, বার্তা পাঠালেন রাষ্ট্রপতিকে

৩৭০ ধারা বিলোপের পর পাকিস্তান কাশ্মীরে অশান্তি ছড়াতে চাইছে বলে সমালোচনা করেছেন ইয়াকুব। সেই পরিস্থিতি যাতে কোনওভাবেই কাশ্মীরে না পড়ে সেকারণেই তিনি শান্তির দূত হয়ে ভারত সরকারের পক্ষ থেকে সেখানে যেতে চান বলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি রাষ্ট্রপতিকে জানিয়েছেন কাশ্মীর অশান্ত করে তোলার জন্য বাইরে থেকে একাধিক জঙ্গি সংগঠন উষ্কানি দিচ্ছে।

[আরও পড়ুন: 'JNU এর নাম মোদীর নামে MNU' করার পরামর্শ বিজেপি সাংসদ হনস রাজ হনসের ! 'কারণ' হিসাবে যা বললেন তিনি][আরও পড়ুন: 'JNU এর নাম মোদীর নামে MNU' করার পরামর্শ বিজেপি সাংসদ হনস রাজ হনসের ! 'কারণ' হিসাবে যা বললেন তিনি]

মুঘল বংশের বংশধর হিসেবে এবং একজন ভারতীয় নাগরিক হিসেবে কাশ্মীরে শান্তি স্থাপনের চেষ্টায় তিনি সামিল হতে চান বলে রাষ্ট্রপতিকে চিঠিতে লিখেছেন ইয়াকুব। ভারত সরকার তাঁর এই প্রস্তাব গ্রহন করলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলে জানিয়েছেন।

[আরও পড়ুন: ২০২১ বিধানসভা ভোটের লক্ষ্যে সাজছে বিজেপি! সাংগঠনিক রদবদলে জোর তৎপরতা][আরও পড়ুন: ২০২১ বিধানসভা ভোটের লক্ষ্যে সাজছে বিজেপি! সাংগঠনিক রদবদলে জোর তৎপরতা]

English summary
Prince Yakub Habeebuddin want to be a ‘peace ambassador’ to Jammu & Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X