For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলোর উৎসবের আগে অযোধ্যা ভ্রমণ, রাম মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী

Array

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা যাবেন দীপোৎসব পালন করতে। রবিবার তিন উত্তরপ্রদেশে যাবেন। সেখানে গিয়েই তিনি যাবেন দিপোৎসব পালন করতে। এর পরের দিনেই দেশ মাতবে আলোর উতসবে। তাঁর আগেই প্রধানমন্ত্রী অযোধ্যা পারি দেবেন এই উৎসব পালন করার জন্য।

রাম মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী

রাম মন্দিরে পুজো দেবেন প্রধানমন্ত্রী


মনে করা হচ্ছে তিনি রাম মন্দিরেও পুজো দিতে পারেন। বুধবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী দীপাবলির প্রস্তুতি কেমন চলছে তা দেখবেন। এই নিয়ে এই মাসে তিনি চার বার অযোধ্যায় গেলেন। জানা যাচ্ছে রাম মন্দিরে পুজো দেবার পর প্রধানমন্ত্রী রামজন্মভুমি তীর্থ ক্ষেত্রে যাবেন। সেখানে তিনি সমস্ত স্থান ভালো করে তদারকি করবেন যে কেমন কাজ হচ্ছে। সেখানেই তৈরি হচ্ছে বিশাল মন্দির। এরপর তিনি রাম কথা পার্কে যেতে পারেন। সেখানে তিনি দেখা করবেন যারা রামলীলা যারা পাঠ করে চলেছেন তাঁদের সঙ্গে। এমনটাই খবর মিলছে সূত্রে মারফৎ।

 কী বলছে কমিটি?

কী বলছে কমিটি?

এদিকে রাম মন্দির নিয়ে কন্সট্রাকশন কমিটির বিশেষ বৈঠক হয়। সেই বৈঠকে জানানো হয় যে রাম মন্দির তৈরির কাজ ৫০ শতাংশ হয়ে গিয়েছে। অযোধ্যায় প্রধানমন্ত্রী সরযূ নদীতে আরতি করবেন। হবে ডিজিটাল আতসবাজি পোড়ানো হবে। তিন দিনের দীপ উৎসবে যারা রামলীলা পাঠ করবেন সেই শিল্পীরা আসবেন রাশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা , ফিজি থেকে। তিন দিনের এই উৎসবে জ্বালানো হবে ১৭ লক্ষ প্রদীপ। এগুলির অনেকগুলিী আবার তৈরি গরুর গোবর থেকে বলে জানা গিয়েছে।

পবিত্রতম নগরী

পবিত্রতম নগরী

অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত। এই শহরে হিন্দুরা প্রতি বছর তীর্থ করার জন্য এখানে আসেন। অযোধ্যা প্রাণকেন্দ্রে বিতর্কিত রামমন্দির অবস্থিত। আধুনিক যুগে এসে শহর বহুগুণে সম্প্রসারিত হয়েছে। এর অবকাঠামো, রাস্তা-ঘাট, নাগরিক সুবিধা ইত্যাদির অনেক উন্নতি লক্ষ্য করা যায়। প্রতি বছর কয়েক মিলিয়ন হিন্দু অযোধ্যা শহর ভ্রমণ করে।

প্রাচীন হিন্দু সংস্কৃত ভাষার মহাকাব্য, যেমন রামায়ণ এবং মহাভারত-এ অযোধ্যা নামে একটি কিংবদন্তি নগরের কথা উল্লেখ করেছে যা শ্রীরাম সহ কোসালার কিংবদন্তি ইক্ষক্কু(সৌর রাজবংশ ৮০০০-৭০০০ খ্রিষ্টপূর্ব) রাজাদের রাজধানী ছিল। বৌদ্ধ পালি ভাষার গ্রন্থসমূহের প্রাচীনতম এবং জৈন প্রাকৃত-ভাষা গ্রন্থে কোশল মহাজনপদ-এর একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে সকেতা (প্রাকৃত সংস্কৃতিতে সাগ্যা বা সায়্যা) নামে একটি শহর উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ এবং জৈন উভয় গ্রন্থে টোগোগ্রাফিক ইঙ্গিত দেয় যে সাকেতা শহরই বর্তমানের অযোধ্যা নগর ।

 রামের জন্মভূমি

রামের জন্মভূমি


রামের জন্মভূমি হিসেবে বিখ্যাত অযোধ্যা শহরে ১০০ মিটার উঁচু রামের মূর্তি স্থাপন করা হবে। খরচ হবে ৩৩০ কোটি টাকা। অযোধ্যা রেল স্টেশনকে প্রস্তাবিত রামমন্দিরের আদলে তৈরি করার ঘোষণা থেকে সারা দেশ থেকে অযোধ্যাগামী ট্রেন চালু অনেক প্রস্তাবই দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার যৌথ উদ্যোগে প্রদর্শশালা তৈরিরও উদ্যোগ নিয়েছে। সরকার 'নিউ অযোধ্যা' নামে টাউনশিপ তৈরির পরিকল্পনা করেছে।

English summary
prime minister narendra modi to visit ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X