'মন কি বাত'-এ পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের যা করতে বললেন প্রধানমন্ত্রী
'মন কি বাত'-এ সারাদেশের ছাত্রছাত্রীদের তাঁর সরকারের 'স্বচ্ছ ভারত সামার' ইন্টার্নশিপে অংশ নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রেডিয়োয় তিনি বলেন, 'সবার পরীক্ষা হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা এখন ভাবছে ছুটির দিনগুলোয় কি করা যায়। ইন্টার্নশিপ প্রোগ্রাম কিন্তু অল্পবয়সীরা খুব পছন্দ করে। এই ধরনের কাজে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বাড়ে।'

এরপরই তিনি জানান, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া, মানব-সম্পদ ও জল-সম্পদ মন্ত্রক থেকে এই গ্রীষ্মে 'স্বচ্ছ ভারত' ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, 'আমি এই ইন্টার্নশিপে ছাত্রছাত্রীদের অংশ নিতে আহ্বান জানাচ্ছি। যারা সমাজের জন্য় কিছু করতে চান, তাদের জন্য় এই ইন্টার্নশিপ একটা বড় সুযোগ।'
এছাড়াও এই ইন্টার্নশিপের অন্য় আকর্ষণও আছে। প্রধানমন্ত্রী জানান, সেরা ইন্টার্নরা ইউজিসি-র থেকে বিশেষ ক্রেডিট পয়েন্ট পাবেন, অর্থাৎ বেশি নম্বর পাওয়ারও সুযোগ থাকবে।