For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা বৈঠকের মাঝেই কেজরিওয়ালকে তিরস্কার মোদীর! তোলপাড় রাজনৈতিক মহল

করোনা বৈঠকের মাঝেই কেজরিওয়ালকে তিরস্কার মোদীর! তোলপাড় রাজনৈতিক মহল

  • |
Google Oneindia Bengali News

দেশের করোনা পরিস্থিতি ও অক্সিজেনের ঘাটতি নিয়ে এদিন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেশে অক্সিজেনের ঘাটতি ঠেকানোর পাশাপাশি করোনা মোকাবিলাতেও দিলেন একাধিক নতুন বার্তা। এদিকে বৈঠক চলাচালীন আচমকাই ছন্দপতন মোদী-কেজরিওয়াল তর্কাতর্কিতে। এমনকী কেজরিওয়ালের আচরণের জন্য এদিন তাঁকে বকাও দিতে দেখা যায় মোদীকে। সূত্রের খবর, এদিন বৈঠকের শুরু থেকেই তা সরাসরি সম্প্রচার করছিলেন কেজরি। আর তাতেই দ্বন্দ্বের সূত্রপাত।

করোনা বৈঠকের মাঝেই কেজরিওয়ালকে তিরস্কার মোদীর! তোলপাড় রাজনৈতিক মহল

সূত্রের খবর, বৈঠকটি সরাসরি সম্প্রচার করতে করতে দিল্লির মুখ্যমন্ত্রী বলছিলেন, “দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় নির্দিষ্ট একটি পরিকল্পনা থাকা উচিৎ। বাকি রাজ্যগুলিরও সেই পরিকল্পনা মোতাবেক কাজ করা উচিত বলে আমার মনে হয়।” এদিকে এই কথা বলতেই কেজরিকে তীব্র আক্রমণ করে বসেন মোদী। এমনকী গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে লাইভ সম্প্রচার সরকারি রীতি রেওয়াজের বাইরে বলেও জানান মোদী। এমনকী মুখ্যমন্ত্রী হিসাবে এই 'কাণ্ডজ্ঞানহীন’ কাজ কী করে কেউ করতে পারে সেই কথাও এদিন কেজরির কাছে জানতে চান মোদী।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনার উদ্বেগ বেড়েই চলেছে, সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুওকলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনার উদ্বেগ বেড়েই চলেছে, সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুও

অন্যদিকে রাগান্বিত অবস্থাতেই আগামীতে কেজরিকে শৃঙ্খলা বজায় রাখারও উপদেশ দিতে দেখা যায় মোদীকে। এদিকে দিন যত গড়াচ্ছে ততই সঙ্গীন হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। রাজ্যে রাজ্যে ভ্যাকসিন ও অক্সিজেন সঙ্কট ক্রমেই তীব্র আকার ধারণা করতে শুরু করেছে। এদিন গোটা দেশের করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীদের একাধিক পরামর্শও দেন মোদী। অন্যদিকে অক্সিজেনের ঘাটতি ঠেকাতে আগামীতে দ্রুত রেল ও ভারতীয় বায়ুসেনা মাঠে নামতে চলেছে বলেও জানান মোদী।

English summary
Modi rebukes Kejriwal! What actually happened in the middle of the Corona meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X