For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুদিনে কমল মোদীর ২.৭ লক্ষ ফলোয়ার! জনপ্রিয়তায় ধস নাকি ভোজবাজি

টুইটার জাল অ্যাকাউন্ট মুছে ফেলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ২ দিন ২.৭ লক্ষ টুইটার ফলোয়ার হারালেন।

Google Oneindia Bengali News

দুদিনেই ভোজবাজির মতো ২ লক্ষ ৭০ হাজার ফলোয়ার খোয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ জুলাই যেখানে মোদীর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের ফলোয়ারের সংখ্যা ছিল ৪ কোটি ৩৩ লক্ষ ৭০ হাজার জন, শুক্রবার সেই সংখ্যাটাই গিয়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লক্ষের মতো। একই ছবি প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার হ্যান্ডেলেরও। সেখানেও প্রায় ১ লক্ষ ফলোয়ার কমেছে।

দুদিনে কমল মোদীর ২.৭ লক্ষ ফলোয়ার!

না, দুদিনে হঠাৎ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। গত দুদিন ধরে টুইটার সংস্থা ফেক অ্যাকাউন্ট মুছে ফেলা শুরু করাতেই এই অবস্থা হয়েছে। সন্দেহজনক আচরণ করার অভিযোগে এর আগে এই অ্যাকাউন্টগুলি লক করে দিয়েছিল সংস্থা।

টুইটারের মাধ্য়মে ভূয়ো খবর ছড়ানো হচ্ছে, কিছু কিছু অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভূয়ো খবর রটছে, কখনও কারোর নামে মিথ্য়ে করে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে - এরকম নানা অভিযোগ পেয়ে সজাগ হয় টুইটার। বিভিন্ন হ্যান্ডেলের আচার আচরণ খতিয়ে দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপরই ওই হ্যান্ডেলগুলি লক করে দেওয়া হয়েছিল।

এবার সেই লক থাকা অ্যাকাউন্টগুলি মুছে ফেলার কাজ শুরু হয়েছে। তাতে মোদী ছাড়াও অনেক সেলিব্রিটিই বড় সংখ্যায় তাদের টুইটার ফলোয়ারের সংখ্যা খুইয়েছেন। অমিতাভ বচ্চনের ফলোয়ার কমেছে ৪ লক্ষের মতো। এছাড়া দীপিকা পাড়ুকোন, আমির খান, হৃত্বিক রোশন থেকে বিরাট কোহলি শচিন তেন্দুলকর অনেকেরই কমবেশি ফলোযার কমেছে।

English summary
Prime Minister Narendra Modi loses 2.7 lakh Twitter followers in just 2 days, as Twitter removes fake accounts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X