For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরশক্তির ব্যবহারে ভারতে নতুন দিগন্ত খুলে গিয়েছে, দেশবাসীকে ছটপুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সৌরশক্তির ব্যবহারে ভারতে নতুন দিগন্ত খুলে গিয়েছে, দেশবাসীকে ছটপুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Google Oneindia Bengali News

রবিবার মন কি বাত অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান। তিনি সূর্য দেবতা প্রণাম করে বলেন, সাধারণ মানুষের ওপর সূর্য দেবতার কৃপা অসীম। সৌর শক্তিকে ব্যবহার করে ভারতের অগ্রগতির কথা উল্লেখ করেন মোদী। মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, ক্রমেই সৌর বিদ্যুৎ মানুষের জন্য অপরিহার্য হয়ে উঠছে।

ছটপুজোতে দেশবাসীকে শুভেচ্ছা

ছটপুজোতে দেশবাসীকে শুভেচ্ছা

ছট পুজো উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আগে বিহার ও পার্শ্ববর্তী দু-একটি রাজ্যের মধ্যেই ছটপুজো সীমাবদ্ধ থাকত। এখন সারা দেশের বিভিন্ন প্রান্তে ছটপুজো হয়। ছটপুজোর অর্থ হল সূর্য দেবতার পুজো। তিনি গুজরাতের উদাহরণ টেনে বলেন, গুজরাতের আগে সেভাবে ছটপুজো করা হতো না। কিন্তু এখন প্রচুর মানুষ ছটপুজোতে অংশগ্রহণ করেন। যা দেখেও ভালোলাগে।

ভারতে সৌর গ্রাম বৃদ্ধির পরিকল্পনা

ভারতে সৌর গ্রাম বৃদ্ধির পরিকল্পনা

সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌর বিদ্যুৎকে কাজে লাগানোর কথা বলেন। তিনি জানান, সৌর শক্তির সাহায্যে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে। কিন্তু তার জন্য কোনও অর্থ দিতে হবে না। এর জেরে আর্থিক সাশ্রয় হবে বলে তিনি জানান। গুজরাতের মেরঠ গ্রামকে সৌর গ্রামে পরিণত করা হয়েছে। তিনি জানিয়েছেন, এই গ্রামের প্রতিটি বাড়িতে সৌর শক্তির সাহায্যে বিদ্যুৎ ব্যবহার করা হয়। সৌর বিদ্যুতের সুবিধা মানুষের মনে আগ্রহের সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর কাছে চিঠি আসে সৌর গ্রাম করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্র সরকার দেশে সৌর গ্রাম বৃদ্ধির পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

বিভিন্ন ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার

বিভিন্ন ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার

রবিবারের মন কি বাত অনুষ্ঠানের বেশিরভাগটাই ছিল সৌরশক্তির ব্যবহার নিয়ে। তিনি বলেন, সৌর শক্তির ব্যবহার কর কৃষিকাজে করা যেতে পারে। এরফলে কৃষকদের খরচ অনেক কম হয়ে যাবে। তিনি উদাহরণ হিসেবে ভুবনেশ্বরের এক কৃষকের কথা বলেন, তিনি কৃষিকাজে সৌর শক্তির শুধু ব্যবহার করে নিজের খরচ কমাননি তা নয়, তিনি এখনও নতুন করে বেশ কয়েকজনকে কাজের জন্য নিযুক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সৌর শক্তি শুধু সাশ্রয় করে তা নয়, কর্মসংস্থানেও সাহায্য করে। তিনি জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে শীতকালে প্রবল ঠান্ডার জেরে বিদ্যুতের বিল অনেকটা বেশি আসে। তবে সৌরশক্তিকে ব্যবহার করলে বিদ্যুতের বিলের অঙ্কটা কমবে বলেও জানান। তিনি মন্তব্য করেছেন, ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের অনেকে সৌরশক্তির ব্যবহার করতে শুরু করেছেন।

আদালতে দাঁড়িয়েই পঞ্চায়েতের পাঠ দিলেন অনুব্রত, জানালেন সারাজীবন কিন্তু জেলে থাকব নাআদালতে দাঁড়িয়েই পঞ্চায়েতের পাঠ দিলেন অনুব্রত, জানালেন সারাজীবন কিন্তু জেলে থাকব না

English summary
The Prime Minister said that the country has improved with the use of solar energy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X