For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস ইস্তেহারকে কড়া ভাষায় আক্রমণ! নিলেন না 'নামদার' নাম, বাছা বাছা শব্দে তুলনা

কংগ্রেস ইস্তেহারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসাধু বলে অবিহিত করার পাশাপাশি দলীয় নেতৃত্বের মতোই মিথ্যা ভরা বলে বর্ণনা করলেন।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস ইস্তেহারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসাধু বলে অবিহিত করার পাশাপাশি দলীয় নেতৃত্বের মতোই মিথ্যা ভরা
বলে বর্ণনা করলেন। মোদীর কটাক্ষ এটা ইস্তেহার নয়, পাণ্ডুলিপি। এদিন প্রধানমন্ত্রী অরুণাচল প্রদেশের পাশিঘাটে সভায় যোগ দিয়েছিলেন।

কংগ্রেস ইস্তেহারকে কড়া ভাষায় আক্রমণ! নিলেন না নামদার নাম, বাছা বাছা শব্দে তুলনা

মঙ্গলবার কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করে। ইস্তেহারে ন্যূনতম ৭২ হাজার টাকার আয়ের গ্যারান্টির কথা বলা হয়েছে। কংগ্রেস ইস্তেহারে কৃষিঋণ মকুবের আশ্বাস দেওয়া হয়েছে। রেলের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট রাখার আশ্বাস দেওয়া হয়েছে। ঋণ মেটাতে না পারলে ফৌজদারি মামলা করা হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে মনরেগায় ১৫০ দিন কাজের দিন নিশ্চিত করা হবে। শিক্ষায় জিডিপির ৬ শতাংশ অর্থ খরচ করা হবে। রাহুল বলেছেন ২২ লক্ষ সরকারি পদ শূন্য। ক্ষমতার আসার পরেই সেইসব পদ পূরণ করা হবে। কংগ্রেস ইস্তেহারে বলা হয়েছে ক্ষমতায় আসলে তুলে নেওয়া হবে সিটিজেনশিপ অ্যামেন্টমেন্ট বিল। ক্ষমতায় আসার একদিনের মধ্যে রাফালে তদন্তের নির্দেশ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এদিনের প্রচারে নামদার শব্দটি না বলে গান্ধী শব্দ বারবার ব্যবহার করেন নরেন্দ্র মোদী। ফের নিজেকে চৌকিদার বলে, দেশের নিরাপত্তায় পাহাড়া দেওয়ার কথা বলেন তিনি। কংগ্রেসের কাছে প্রশ্ন তারা কি দেশের মানুষের সঙ্গে নাকি দেশ বিরোধীদের সঙ্গে।

[আরও পড়ুন:মমতার গড়ে পা রাখার আগে বাংলায় টুইট মোদীর! শিলিগুড়ি-ব্রিগেড ঘিরে চড়ছে পারদ ][আরও পড়ুন:মমতার গড়ে পা রাখার আগে বাংলায় টুইট মোদীর! শিলিগুড়ি-ব্রিগেড ঘিরে চড়ছে পারদ ]

পূর্বতম কংগ্রেস সরকারগুলি উত্তরপূর্বের প্রতিনজর দেয়নি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ২০১৯-এর নির্বাচন হতে চলেছে সত্য ও মিথ্যার মধ্যে, যারা কাজ করতে পারে আর যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের মধ্যে। যাঁদেরকে বিশ্বাস করা যায়, আর যারা দুর্নীতিগ্রস্ত তাদের মধ্যে।

[আরও পড়ুন: গুরুংরা কি নামতে পারবেন ভোট প্রচারে, ৪ দিনের মধ্যে হাইকোর্টে হবে ফয়সালা, নির্দেশ সুপ্রিম কোর্টের][আরও পড়ুন: গুরুংরা কি নামতে পারবেন ভোট প্রচারে, ৪ দিনের মধ্যে হাইকোর্টে হবে ফয়সালা, নির্দেশ সুপ্রিম কোর্টের]

অরুণাচল প্রদেশে ভোট হতে চলেছে ১১ এপ্রিল। রাজ্যে রয়েছে দুটি লোকসভা আসন। একইসঙ্গে রাজ্য বিধানসভারও ভোট।

[আরও পড়ুন:শিলিগুড়িতে আসছেন মোদী! উৎসাহিত কর্মী-সমর্থকরা, দেখুন ভিডিও ][আরও পড়ুন:শিলিগুড়িতে আসছেন মোদী! উৎসাহিত কর্মী-সমর্থকরা, দেখুন ভিডিও ]

English summary
Prime Minister Narendra Modi blasted the Congress manifesto for the national election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X