For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা', মেরঠ থেকে 'শক্তিশেল' মোদীর

'পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মোদী কেন মারলেন' প্রশ্ন তুলছেন বিরোধীরা। 'পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা।

  • |
Google Oneindia Bengali News

'পাকিস্তানে ঢুকে জঙ্গিদের মোদী কেন মারলেন' প্রশ্ন তুলছেন বিরোধীরা.. 'পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা।.. দেশ জবাব দিক , পাকিস্তানের হিরো চাই না ভারতের হিরো চাই আপনাদের ?' এদিন মেরঠে ঠিক এইভাবেই বিরোধী জোটকে কটাক্ষের সুরে রীতিমত তোপ দাগেন নরেন্দ্র মোদী। একনজরে দেখে নেওয়া যাক তিনি এদিনের ভাষণে ঠিক কী কী বলেছেন?

পাকিস্তানের বিরোধিতা না করলে....

পাকিস্তানের বিরোধিতা না করলে....

এদিন মোদী বলেন, পুলওয়ামায় জঙ্গিদের হামলার পর যদি বারত কোনও ব্যবস্থা না নিত, তাহলে বিরোধীদের তোপ তাঁর ওপরেই আসত। তাঁর প্রশ্ন ,'এটা না করলে দেশবাসী কাকে প্রশ্ন করত? বিরোধীরা কাকে গালি দিত? '

হারাবার কিছু নেই

হারাবার কিছু নেই

ফের একবার গান্ধী পরিবারকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি যা পেয়েছেন তা দেশ তাঁকে দিয়েছে। চাঁর জীবনে আর কিছু হারাবার নেই। তবে যাঁদের পরিবার , পরিবারতন্ত্র নিয়ে ভাবে তাঁরা আরও কিছু পাওয়ার অপেক্ষায় ক্ষমতার প্রতি লোলুক দৃষ্টি রাখেন।

'রাফায়েল' থেকে 'মিসাইল' হামলা

এদিন রাফায়েল যুদ্ধবিমান নিয়ে মুখ খুলে মোদী বলেন, যখন বায়ুসেনা একটি শক্তিশালী যুদ্ধবিমান চাইছিল তখন পুরনো সরকার তা কেনার থেকে পিছিয়ে যায়। অন্যদিকে, মহাকাশে যখন ভারত এস্যাট মিসাইল হামলা করছে তখন প্রশ্ন তুলছে বিরোধীরা। এভাবে সেনা ও বৈজ্ঞানিকদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।

'সবুত' বনাম 'সুপুত'

কপিল সিবাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়রা যেভাবে এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ছিলেন। চেয়েছিলেন প্রমাণ। আর এই প্রমাণ বা 'সবুত' নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন মোদী। তিনি প্রশ্ন তোলেন ,'সবুত চাই না সুপুত (সুপুত্র)চাই?' এরপরই তিনি হুঙ্কার তোলেন, এদেশে যাঁরা এয়ার স্ট্রাইক নিয়ে 'সবুত' চাইছেন তাঁরা 'সুপুত'দের অপমান করছেন।

[আরও পড়ুন:'পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা', মেরঠ থেকে 'শক্তিশেল' মোদীর][আরও পড়ুন:'পাকিস্তানে কে বেশি বিখ্যাত হবেন তার প্রতিযোগীতায় বিরোধীরা', মেরঠ থেকে 'শক্তিশেল' মোদীর]

রাহুলকে তোপ 'থিয়েটার' প্রসঙ্গে!

এদিন রাহুল গান্ধীকে ফের একবার স্বমহিমায় তোপ দেগে মোদী বলেন, গতকাল যখন এ-স্যাট মিসাইল এর কথা বলছিলাম , তখন তিনি সেটার সঙ্গে থিয়েটারের সেট গুলিয়ে ফেলেন।

[আরও পড়ুন: কর্ণাটকে বিশাল আয়কর হানা! 'এটাই মোদীর সার্জিক্যাল স্ট্রাইক', বললেন কুমারস্বামী ][আরও পড়ুন: কর্ণাটকে বিশাল আয়কর হানা! 'এটাই মোদীর সার্জিক্যাল স্ট্রাইক', বললেন কুমারস্বামী ]

English summary
Prime Minister Narendra Modi at a public rally in Meerut.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X