For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরাসরি মানুষের কাছে মোদী! কাজের মূল্যায়নের সূচনা

নমো অ্যাপে সরকারের কাজের সমীক্ষা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে সমীক্ষার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • |
Google Oneindia Bengali News

নমো অ্যাপে সরকারের কাজের সমীক্ষা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে সমীক্ষার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাজ সম্পর্কে সাধারণ মানুষ কতটা সন্তুষ্ট, তা সরাসরি জানানো যাবে এই অ্যাপের মাধ্যমেই। কেন্দ্রের কাজ ছাড়াও বিধায়ক ও সাংসদের কাজ সম্পর্কেও জানানো যাবে।

সরাসরি মানুষের কাছে মোদী! কাজের মূল্যায়নের সূচনা

কেন্দ্রীয় সরকারের কাজ সম্পর্কে মানুষ কী ভাবছেন, তা জানতে চেয়েছেন মোদী। এছাড়াও নিজেদের কেন্দ্রের উন্নয়ন মূলক কাজ সম্পর্কে তাদের মতামত কী তাও জানতে চেয়েছেন মোদী। টুইটের মাধ্যমে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অ্যাপের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাজ এবং প্রকল্পগুলিকে রেটিং করা যাবে।

সূত্রের খবর অনুযায়ী, অ্যাপের মাধ্যমে বিজেপি নেতাদের সম্পর্কেও জানানো যাবে। রাজ্যের এবং লোকসভা ও বিধানসভা কেন্দ্র ধরে তিনজন করে বিজেপি নেতার নাম জানতে চাওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে।
সাধারণের কাছে কতটা গ্রহণযোগ্য, সততা, নম্রতা এবং জনপ্রিয়তার নিরিখে বিজেপি নেতাদের রেটিং করতে বলা হয়েছে।

এক বছরের কম সময়ের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন। তার আগে এই সমীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Prime Minister Narendra Modi asks people to rate his govt through App
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X