For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জিএসটি নিয়ে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য','মন কী বাত' অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী

'মন কী বাত' অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়ে থাকেন। দেখে নেওয়া যাক আজ তিনি জাতীর উদ্দেশে কী কী বললেন।

Google Oneindia Bengali News

প্রতিমাসের শেষ রবিবার দেশের মানুষর উদ্দেশে নানা বার্তা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'মন কী বাত' অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়ে থাকেন। দেখে নেওয়া যাক আজ তিনি জাতীর উদ্দেশে কী কী বললেন।

LIVE: 'মন কী বাত' অনুষ্ঠান, দেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

  • গুজরাত বন্যা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন মোদী।
  • বন্যায় ক্ষতির মুখে পড়া চাষিদের বিষয়ে তিনি বিশেষ ভাবে চিন্তিত বলে জানিয়েছেন মোদী।
  • দেশের বন্যা দুর্গত জায়গায় ত্রাণের কাজ ও উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
  • প্রযুক্তির সাহায্যে আবাহাওয়ার পূর্বাভাস দ্রুত পাওার সুবিধা থাকায় বিপর্যয় মোকাবিলা অনেক সহজ হয়েছে বলে তিনি জানান।
  • জিএসটি নিয়ে যখন মানুষ জানান যে , তাঁরা খুশি, তাঁদের ব্যাবসা ভালো চলছে , তখন খুব ভালো লাগে, বলে মন্তব্য প্রধানমমন্ত্রীর।
  • কেন্দ্র ও রাজ্য দুটি স্তরেই একযোগে উদ্যোগ নিয়ে লাগু করা হয়েছে জি এসটি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
  • ভারতে জিএসটি সফল ভাবে লাগু করার জন্য , প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
  • দেশের স্বধীনতার সঙ্গে অগাস্ট মাসের বহু ঐতিহাসিক ঘটনা জড়িত, ভারতের যুব সমাজ এই বিষয়গুলি জানুক বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
  • সমাজকে সংস্কার করতেই জিএসটি প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • জিএসটি প্রতিটি রাজ্যের দায়িত্ব, মন্তব্য প্রধানমন্ত্রীর।
  • ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত সময়কালকে 'সংকল্প সিদ্ধি' সময় বলে ব্যখ্যা করেন প্রধানমন্ত্রী।
  • উৎসবের মরশুমে গরীবদের সাহায্যার্থে মানুষকে এগিয়ে আসার আবহ্বান প্রধানমন্ত্রীর। দিবাপলীতে মাটির প্রদীপ কেনার আহ্বান নরেন্দ্র মোদীর।
  • গণেশ চতুর্থীতে মাটির গণেশ মূর্তী পূজা করার আহ্বান প্রধানমন্ত্রীর।
  • আসন্ন উৎসবের মরশুমের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
  • মহিলা ক্রিকেট দলকে ওয়ালর্ল্ডকাপে ভালো খেলার জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • 'আপনারা হারেননি, ১২৫ কোটি দেশবাসীর মন জিতেছেন', ভারতীয় মহিলা ক্রিকেট দলের উদ্দেশে বার্তা নরেন্দ্র মোদীর।
  • নতুন ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর।
English summary
Prime Minister Narendra Modi will address the nation through his monthly Mann Ki Baat radio programme today. The PM is expected to speak on the flood situation in Assam and Gujarat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X